বিনোদন

শহীদ আলতাফ মাহমুদের স্ত্রীর দাফন সম্পন্ন

শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদের দাফন বনানী কবরস্থানে সম্পন্ন হয়েছে। এর আগে আজ (২৪ ফেব্রুয়ারি) সোমবার বাদ যোহর জানাজা নামাজ হয় ইস্কাটনের নূরনগর জামে মসজিদে।

Advertisement

গতকাল রোববার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ঢাকায় নিজ বাসায় মারা যান সারা আরা মাহমুদ। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন অবসকিউর ব্যান্ডের শিল্পী সাঈদ হাসান টিপু।

শহীদ আলতাফ মাহমুদ ও সারা মাহমুদ দম্পতির একমাত্র মেয়ে শাওন মাহমুদের স্বামী টিপু বলেন, ‘কয়েক দিন আগে মায়ের একটা সার্জারি হয়েছিল। ‘হিপ জয়েন্ট’ ভেঙে গিয়েছিল। সেলাই কাটানোর পর ভালোই ছিলেন। গত চার দিন ধরে একটু শ্বাস কষ্ট হচ্ছিল।

উনি কিডনি রোগেও আক্রান্ত ছিলেন। রোববার সন্ধ্যায় তাকে খাবার খাওয়াতে গেলে দেখা যায়, তিনি আর নি:শ্বাস নিচ্ছেন না।’

Advertisement

মৃত্যুকালে সারা আরা মাহমুদের বয়স হয়েছিল ৭৮ বছর।

প্রসঙ্গত, শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সাবেক পরিচালক ছিলেন সারা আরা মাহমুদ।

এমআই/এলআইএ/জিকেএস

Advertisement