খেলাধুলা

আবাহনী ছাড়লেন আফিফ হোসেন ধ্রুবও, যোগ দিলেন মুমিনুল

এবারের ঢাকা প্রিমিয়ার লিগের দল বদলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আবাহনীও আজ দলবদলের শেষ দিনে দলে টেনেছে একঝাঁক ক্রিকেটার। নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত ও বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান ছাড়া সে অর্থে কোনো নামী ও প্রতিষ্ঠিত পারফরমার আবাহনীতে নেই।

Advertisement

নাইম শেখ, এনামুল হক বিজয়, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, সাইফউদ্দীন, তাসকিনসহ আগেরবারের প্রথম একাদশের অন্তত ৮ জন নিয়মিত ক্রিকেটার এবার আবাহনী ছেড়েছেন।

আজ শেষদিন দল ছাড়ার তালিকাটা আরও বড় হলো। আবাহনীর মায়া কাটিয়ে লিজেন্ডস অফ রুপগঞ্জে যোগ দিলেন বাঁ-হাতি অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব।

অন্তত ১০ জন সুপ্রতিষ্ঠিত পারফরমার চলে যাওয়ার পর আবাহনী যে ক’জন ক্রিকেটার দলে টেনেছে, সেই তালিকায় সবার আগে আসবে জাতীয় দলের ওপেনার পারভেজ হোসেন ইমন, জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, নাহিদ রানা, জিসান আলম , রিপন মন্ডলের নাম। তারা এবার আকাশী হলুদ শিবিরে নাম লিখিয়েছেন।

Advertisement

এছাড়া শাহরিয়ার কমল, শামসুল ইসলাম অনিক, মেহেদি হাসান, মাহফুজুর রহমান রাব্বি, এস এম মেহরুব হাসান, এনামুল হক ও নাইমুর রহমান নয়নও এবার গত লিগের চ্যাম্পিয়ন দলে।

এআরবি/আইএইচএস