রাজধানীর হাতিরঝিল, রামপুরা ও খিলগাঁও এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মূলহোতা মোহাম্মদ ইব্রাহিম খান তুষার ওরফে ভাগ্নে তুষারকে গ্রেফতার করেছে র্যাব-৩। একই সঙ্গে তুষারের তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
Advertisement
রোববার (২৩ ফেব্রুয়ারি) র্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস্ ও মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন এ তথ্য জানান। এর আগে আজ রোববার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মোহাম্মদ ইব্রাহিম খান তুষার ওরফে ভাগ্নে তুষার (৩১), মো. বিপ্লব মিয়া (৩৫), মো. বাবুল (৪০) ও শেখ ওমর আলী পলক (৩৫)।
অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে নগদ ৮ হাজার ৩৪৫ টাকা, ৮টি মোবাইল ফোন, একটি আংটি (নরমাল), একটি চেইন (নরমাল), একটি এনআইডি কার্ড, একটি ব্রেসলেট ও একটি প্রাইভেটকার (চাবি, গাড়ির কাগজ ও লাইসেন্সসহ) উদ্ধার করা হয়।
Advertisement
সোনালী সেন বলেন, রাজধানীর হাতিরঝিল, রামপুরা ও খিলগাঁও এলাকায় চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে মোহাম্মদ ইব্রাহিম খান তুষার ওরফে ভাগ্নে তুষার ও তার বাহিনীর ভয়ে এই এলাকার সাধারণ মানুষ ভীত-সন্ত্রস্ত। সাধারণ জনগণ তার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ। তার বিরুদ্ধে রামপুরা থানায় গত ১৯ ফেব্রুয়ারি মামলা হলে তাকে গ্রেফতার করতে র্যাব-৩ গোয়েন্দা নজরদারি বাড়ায়।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল র্যাব-১০ এর সহযোগিতায় আজ সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে রামপুরা ও হাতিরঝিল থানায় হত্যা, হত্যার চেষ্টা, চাঁদাবজি, বিশেষ ক্ষমতা আইনে বিস্ফোরক দ্রব্য মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
এর আগে ২০২১ সালের ১৩ অক্টোবর ঢাকা মহানগরীর ভাটারায় অভিযান চালিয়ে মোহাম্মদ ইব্রাহিম খান তুষারকে গ্রেফতার করেছিল র্যাব-৩। সেসময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
Advertisement
কেআর/কেএসআর