কারা নতুন করে যোগ দেবেন? আর কারা কারা থেকে যাবেন? তা আগে ভাগেই জানা হয়ে গেছে। দীর্ঘদিন পর মোহামেডান যে এবার কাগজে-কলমে এক নম্বর দল গড়তে যাচ্ছে সেটা আগেই চাওর হয়েছে। শেষ পর্যন্ত হয়েছেও তাই। নামী, অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে মোহামেডান এবার কাগজে-কলমে এক নম্বর দলই সাজিয়েছে।
Advertisement
আগের দিনই জানা হয়ে গেছে, মোহামেডান রোববার শেষ দিনে দল বদলের আনুষ্ঠানিকতা সারবে। ধারণা করা গিয়েছিল, প্রাইম ব্যাংক থেকে এবার মোহামেডানে বেশ কয়েক বছর পর ফিরে আসা তামিম ইকবাল স্ব-শরীরে উপস্থিত হয়ে দল বদল করতে আসবেন।
কিন্তু শেষ পর্যন্ত তামিমও আসেননি। অনলাইনে দল পাল্টে প্রাইম ব্যাংক থেকে সাদা-কালো শিবিরে নাম লিখেছেন তামিম। একইভাবে জাতীয় দলের সাথে পাকিস্তানে থাকা মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদও অনলাইনেই দল পাল্টে মোহামেডানে যোগ দিলেন। রোববার বিকেলে ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপনের সাথে মোহামেডানের বাকি ক্রিকেটাররা সই করতে আসেন সিসিডিএম অফিসে।
এই বহরে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম আর পেসার এবাদত হোসেন ছাড়া পরিচিত ও নামি ক্রিকেটারদের কেউ ছিলেন না। তরুণদের মধ্যে পেসার শহিদউদ্দীন, অলরাউন্ডার আনিসুল ইসলাম ইমন, অনূর্ধ্ব-১৯ দলের পেসার হাসান ইমন, আরাফাত সানিও (জুনিয়র) এসেছিলেন স্ব-শরীরে দল পাল্টাতে।
Advertisement
এবার মোহামেডানে আসলেন যারা
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম (প্রাইম ব্যাংক), তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, সাইফউদ্দীন (আবাহনী থেকে), এবাদত হোসেন (শেখ জামাল ধানমন্ডি ক্লাব), আনিসুল ইসলাম ইমন (গাজী গ্রুপ ক্রিকেটার্স), আরাফাত সানি মৃধা (রুপগঞ্জ থেকে), ইকবাল হাসান ইমন (গাজী টায়ার্স থেকে)।
এছাড়া মোহামেডানে থেকে যাওয়া ক্রিকেটারও কম না। অনেক। সে তালিকায় অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, ওপেনার রনি তালুকদার, উইকেটরক্ষক কাম ব্যাটার মাহিদুল ইসলাম অংকন, বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ, অলরাউন্ডার আরিফুল হক, আবু হায়দার রনি, পেসার মুশফিক হাসানও আছেন।
এআরবি/আইএইচএস
Advertisement