ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ২৯ সদস্য বিশিষ্ট একটি বাণিজ্য প্রতিনিধি দল আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করবে। বাংলাদেশ ও ইউএই এর মধ্যকার দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, ইউএইসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ এবং সর্বোপরি অর্থনৈতিক কূটনীতি জোরদারের লক্ষ্যে এই সফরে যাচ্ছে প্রতিনিধি দলটি।
Advertisement
সফরকালে ঢাকা চেম্বারের বাণিজ্য প্রতিনিধি দলটি আগামী ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে আবুধাবি চেম্বার, দুবাই চেম্বার এবং শারজাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা ও বিটুবি সেশনে অংশ নেবে। অনুষ্ঠিতব্য বিজনেস ম্যাচ মেকিং (বিটুবি) সেশনে অংশ নেওয়ার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ পাবেন বাংলাদেশের উদ্যোক্তারা।
বিদেশে কর্মরত বাংলাদেশিদের মধ্যে ১৭ শতাংশ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। বহির্বিশ্বে বাংলাদেশিদের কর্মক্ষেত্র বিবেচনায় যা দ্বিতীয় বৃহত্তম। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও ইউএই এর মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছেছে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের পরিধিও ক্রমাগত বাড়ছে। এছাড়াও প্রতিযোগিতামূলক বিনিয়োগ কাঠামো, আর্থিক ও অ-আর্থিক প্রণোদনা, বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ, বিভিন্ন শিল্পে লক্ষ্যযুক্ত করছাড়, ১০০ শতাংশ বিদেশি মালিকানা, বন্ডেড গুদাম সুবিধা, কার্যকর মেধাসম্পদ সুরক্ষা, বিনিয়োগকারীদের সুরক্ষা এবং ইউএই এর সঙ্গে বিভিন্ন দেশের ডাবল ট্যাক্সেশন চুক্তি বাংলাদেশকে দেশটির বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য করে তুলেছে।
বিশেষ করে, দুবাইয়ের ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান হালাল পণ্যের বাজারে প্রবেশাধিকার বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য একটি সুবর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হতে পারে। এছাড়াও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য সংযুক্ত আরব আমিরাত হতে পারে এলএনজি আমদানির অন্যতম সম্ভাবনাময় উৎস।
Advertisement
ডিসিসিআই এর প্রতিনিধি দলটি আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে ঢাকা ফিরবে।
এসআরএস/এএমএ