আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার গেছে ‘উগ্র বাম কমিউনিস্টদের’ ভোটের জন্য

বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ উন্নয়নে ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলার দেওয়া নিয়ে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয়েছিল যেন তারা ‘উগ্র বাম কমিউনিস্টদের’ ভোট দিতে পারে।

বাংলাদেশের জন্য চাল নিয়ে আসছে পাকিস্তানি জাহাজ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আবারও শুরু হয়েছে সরাসরি বাণিজ্য। সরকার থেকে সরকার (জি টু জি) পর্যায়ে হওয়া চুক্তি অনুসারে বিপুল পরিমাণ চাল নিয়ে বাংলাদেশের পথে রওয়ানা দিয়েছে একটি পাকিস্তানি জাহাজ। এই প্রথমবার সরকার-অনুমোদিত একটি কার্গো জাহাজ করাচির পোর্ট কাসিম থেকে বাংলাদেশের পথে রওয়ানা হয়েছে। এটি দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছে এক্সপ্রেস ট্রিবিউন।

ভারতে ইউএসএআইডির প্রকল্প সাতটি, সবকটিতেই যুক্ত মোদী সরকার

ভারতে ভোটারদের বুথমুখী করতে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) অর্থায়ন ইস্যুতে নতুন তথ্য সামনে এসেছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের প্রকাশ করা সাম্প্রতিক এক রিপোর্ট থেকে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে ভারতে সাতটি প্রকল্পে অর্থায়ন করেছে ইউএসএআইডি। আর প্রতিটি প্রকল্পেই সরকার যুক্ত আছে।

Advertisement

ভারতে দলিত কিশোরীকে ৫ বছর ধরে ধর্ষণ করে ৬০ জন

ভারতের কেরালা রাজ্যে দলিত সম্প্রদায়ের ১৮ বছরের এক তরুণী পাঁচ বছর ধরে যৌন নির্যাতন ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের মধ্যে কিশোর থেকে শুরু করে ৪০ বছরের বেশি বয়সী পুরুষও রয়েছেন।

গাজা দখলের পরিকল্পনা থেকে পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের

যুদ্ধবিধ্বস্ত গাজা দখল ও এর ২০ লক্ষাধিক বাসিন্দাকে আশপাশের দেশে পুনর্বাসনের পরিকল্পনায় নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এটি একটি পরামর্শ মাত্র। আমি মনে করি, এটি একটি কার্যকর পরিকল্পনা। তবে আমি এটি চাপিয়ে দিচ্ছি না। আমি কেবল পরামর্শ দিচ্ছি এবং দেখছি কী হয়।

ইউক্রেনকে দেওয়া অর্থ ফেরত চায় আমেরিকা

শনিবার (২২ ফেব্রুয়ারি) মার্কিন কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ইউক্রেনকে দেওয়া কয়েকশ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ও অন্যান্য সহায়তার ‘প্রত্যাবর্তন’ তিনি নিশ্চিত করতে চান। এর জন্য ইউক্রেনের বিরল খনিজ সম্পদ সংক্রান্ত একটি চুক্তি ‘প্রায় চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে।

ইউক্রেনে আড়াই শতাধিক ড্রোন দিয়ে রাশিয়ার হামলা

ইউক্রেনে একরাতেই আড়াই শতাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় মস্কো। তারপর থেকে একদিনে এটাই সর্বোচ্চ ড্রোন হামলার ঘটনা। ইউক্রেনের বিমান বাহিনী রোববার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

Advertisement

জার্মানিতে ভোটগ্রহণ শুরু, কে হবেন নতুন চ্যান্সেলর?

জার্মানির মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়রি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৬টা পর্যন্ত সারাদেশে ভোট গ্রহণ চলবে। গত নভেম্বেরে এসপিডির নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে যাওয়ার প্রেক্ষিতে নির্ধারিত সময়ের আগেই মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জনমত জরিপে জার্মানির মধ্যডানপন্থি দল সিডিইউ এগিয়ে রয়েছে।

কাজের বিষয়ে রিপোর্ট করতে, না হয় পদত্যাগ করতে বলছেন ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের আগের সপ্তাহ থেকে কাজের বিস্তারিত রিপোর্ট দেওয়ার আদেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। সোমবারের (২৪ ফেব্রুয়ারি) মধ্যে এই রিপোর্ট দিতে হবে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় সরকারি কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে এমন নির্দেশ দেওয়া হয়েছে।

অসুস্থ পোপ ফ্রান্সিসের অবস্থা ‌‌‌‌‌‌‌‌‌‌‌‘আশঙ্কাজনক’

বেশ কয়েক দিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভোগা পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে জানিয়েছে ভ্যাটিকান। ভ্যাটিকান এক বিবৃতিতে জানিয়েছে, ৮৮ বছর বয়সী পোপ সচেতন আছেন, তার আর্মচেয়ারেও বসতে পারছেন। তবে তাকে ‘উচ্চ প্রবাহের’ অক্সিজেন দিতে হচ্ছে। শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

এসএএইচ/জিকেএস