পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাংলা চত্বরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
Advertisement
দলীয় একাধিক সূত্র জানায়, বিএনপির ভাইস-চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর আগমনকে কেন্দ্র করে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে।
সংঘর্ষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান দিপু আহত হন। আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রশাসনের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় অংশ নিতে পবিপ্রবি ক্যাম্পাসে যান আলতাফ হোসেন চৌধুরী। তবে তার আগমনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার গ্রুপকে না জানিয়ে বিএনপির অন্য গ্রুপের নেতাকর্মীদের দাওয়াত দেওয়ায় আনোয়ার গ্রুপ ক্ষুব্ধ হয়ে তারা মুক্ত বাংলা চত্বরে জড়ো হন। এসময় মতিউর রহমান দিপু ও তাদের অনুসারীরা ক্যাম্পাসে প্রবেশ করলে উত্তেজনার এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে।
Advertisement
এদিকে উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, আলতাফ হোসেন চৌধুরী দলের ভাইস-চেয়ারম্যান হওয়া সত্ত্বেও তার দুমকি তথা পবিপ্রবি ক্যাম্পাসে আগমনের বিষয়ে আমরা উপজেলা বিএনপি কিছুই জানতাম না।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, বিএনপি নেতা মতিউর রহমান দিপুসহ তাদের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মামলার তদন্তের স্বার্থে এ মুহূর্তে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। দোষীদের বিরুদ্ধে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আব্দুস সালাম আরিফ/আরএইচ/জেআইএম
Advertisement