তথ্যপ্রযুক্তি

১০ মিনিটের চার্জে ৬ ঘণ্টা চলবে ইয়ারবাড

বর্তমানে ইয়ারবাডস সবারই খুব পছন্দ। ছোট্ট চার্জিং কেস সমেত এদিক-ওদিক নিয়ে যাওয়াও সহজ। পোশাকে একটা প্যাকেট কিংবা ব্যাগে অল্প একটু জায়গাই যথেষ্ট। বিভিন্ন সংস্থা তাদের ইয়ারবাড বাজারে আনছে।

Advertisement

সম্প্রতি নয়েজ সংস্থা নতুন ইয়ারবাডস এনেছে বাজারে। ১২.৪ মিলিমিটারের ড্রাইভার রয়েছে এই ইয়ারবাডসে। ইয়ারবাডসেও অন্যান্য ইয়ারবাডসের মতোই ইন-ইয়ার ডিজাইন দেখা যাবে। ইন্টার চেঞ্জেবল ইয়ার টিপস ফিচারের সাপোর্ট থাকছে এই ইয়ারবাডস। ৬টি মাইক রয়েছে এই ডিভাইসে, যেখানে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট পাওয়া যাবে।

ইউজাররা পাবেন অ্যাডাপ্টিভ অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন সাপোর্ট। ৪৯ ডেসিবেল পর্যন্ত কাজ করবে এই ফিচার। গুগল ফাস্ট পেয়ার, ফাইন্ড মাই ডিভাইস- এই দুই আধুনিক ফিচারের সাপোর্ট রয়েছে নয়েজ মাস্টার ইয়ারবাডসে।

হাই রেজোলিউশনের ব্লুটুথ অডিও স্ট্রিমিং সাপোর্টও পাওয়া যাবে এই ইয়ারবাডসে। নয়েজ অডিও অ্যাপের সাপোর্টও রয়েছে। এছাড়াও নয়েজ মাস্টার বাডস একসঙ্গে দুটো ডিভাইসে যুক্ত করা যাবে ডুয়াল কানেক্টিভিটি সাপোর্টের সাহায্যে।

Advertisement

অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার অফ থাকলে একবার পুরো চার্জ দিলে এই ইয়ারবাডস চলবে প্রায় ৪৪ ঘণ্টা। আর অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার অন থাকলে একবার পুরো চার্জ দিলে এই ইয়ারবাডস চলবে প্রায় ৩৪ ঘণ্টা। দু'ক্ষেত্রেই চার্জিং কেস থাকতে হবে।

চার্জিং কেস ছাড়া অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন অন থাকলে এই ইয়ারবাডস চলবে প্রায় ৪.৫ ঘণ্টা। অন্যদিকে চার্জিং কেস ছাড়া অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন চালু না থাকলে চলবে প্রায় ৬ ঘণ্টা। দু'ক্ষেত্রেই একবার পুরো চার্জ দেওয়া থাকতে হবে। মাত্র ১০ মিনিট নয়েজ মাস্টার বাডসে চার্জ দিলে প্রায় ৬ ঘণ্টা চালু থাকার মতো চার্জ হয়ে যাবে। ভারতে এই ইয়ারবাডসের দাম ৭ হাজার ৯৯৯ রুপি।

আরও পড়ুনটাচ কন্ট্রোল সাপোর্ট পাবেন এই ইয়ারবাডে৪২ ঘণ্টা টানা ব্যবহার করা যাবে রেডমির নতুন ইয়ারবাড

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে/জেআইএম

Advertisement