তথ্যপ্রযুক্তি

ইনস্টাগ্রামে মেসেজের টাইম শিডিউল করতে পারবেন

বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম। বিশ্বজুড়ে কোটি কোটি ইউজার ইনস্টাগ্রাম ব্যবহার করেন। রিলস এবং ছোট ভিডিওর কারণেই এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা। সব বয়সি ব্যবহারকারী রয়েছে ইনস্টাগ্রামের।

Advertisement

ব্যবহারকারীদের কথা ভেবে প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে অ্যাপটি। এবার ডিরেক্ট মেসেজে একাধিক বদল আনল সংস্থা। এর ফলে চ্যাটিং আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।

এখন ইনস্টাগ্রামে মেসেজ শিডিউলও করতে পারবেন। ধরুন, রাতে কাউকে মেসেজ করার কথা। কিন্তু কাজের চাপে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এখন আর ভাবতে হবে না এই নিয়ে। এবার থেকে ইনস্টাগ্রামে মেসেজ শিডিউল করতে পারবেন আপনিও।

এছাড়া মেসেজ ট্রান্সলেশন করতে পারবেন। নতুন ফিচার আনছে প্ল্যাটফর্ম। অপরিচিত কারো সঙ্গে কথা বলতে সেখানে ভাষা একটা সমস্যা হয়ে দাঁড়াতেই পারে। এই সমস্যার সমাধান নিয়ে হাজির ইনস্টাগ্রাম। এবার নিমেষেই ট্রান্সলেট করতে পারবেন যে কোনো মেসেজ। যে চ্যাটটি ট্রান্সলেট করতে চান, সেটিতে ট্যাপ করলে মিলবে ট্রান্সলেট অপশন। তাতে ক্লিক করলে স্ক্রিনে ভেসে উঠবে ট্রান্সলেটেড মেসেজ।

Advertisement

মিউজিক স্টিকার ফিচারও আনছে প্ল্যাটফর্মটি। এবার ইনস্টাগ্রাম চ্যাটে পাঠাতে পারবেন মিউজিক স্টিকার। কোন স্টিকারের সঙ্গে কোন গান জুড়বেন সেটা একেবারেই ব্যবহারকারীর সিদ্ধান্ত। পাঠানোর আগে দেখতে পাবেন প্রিভিউও।

আরও পড়ুন ইনস্টাগ্রামে ভিডিও কল করবেন যেভাবে ইনস্টাগ্রাম রিলে ভিউ বাড়াবেন যেভাবে

সূত্র: ইন্ডিয়া টুডে

কেএসকে/এএসএম

Advertisement