নারায়ণগঞ্জের রূপগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার সময় ট্রাকের ধাক্কায় মোছা. মনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
Advertisement
মনোয়ারা বেগম রূপগঞ্জ থানার নয়াপাড়া গ্রামের মোহাম্মদ হাশেমের স্ত্রী।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনোয়ারা বেগমের ভাতিজা আবু তাহের বলেন, চাচি রূপগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দেয়। পরে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Advertisement
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/এমএএইচ/জেআইএম