দিনাজপুরের বিরল থেকে ভারতীয় তরুণীসহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার রানীপুকুর ইউনিয়নের বোর্ডহাট মোড়ের একটি হোটেল থেকে তাদের আটক করা হয়।
Advertisement
আটক তরুণীর নাম সাগরিকা রাণী রায় (১৪)। তিনি ভারতের উত্তর দিনাজপুরের হেমতাবদ থানার কাশিমপুর গ্রামের রাজু চন্দ্র রায়ের মেয়ে। তার সঙ্গে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার বড়বাড়ি গ্রামের বিসট চন্দ্র রায়ের ছেলে তরুণ কমল চন্দ্র রায়কেও (১৭) আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে উপজেলার ভান্ডারা বিওপি এলাকা দিয়ে কমল চন্দ্র রায় ও সাগরিকা রানী রায় ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে। তারা ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার বড়বাড়ি গ্রামে যাওয়ার পথে দিনাজপুরের বিরল উপজেলার ১০ নম্বর রানীপুকুর ইউনিয়নের বোর্ডহাট মোড়ের এক হোটেলে নাস্তা খেতে বসে। এ সময় সময় তাদের কথা বার্তায় সন্দেহ হলে হোটেলে তাকা লোকজন তাদের জিজ্ঞাসাবাদ করে। এ সময় তারা জানায় তারা ভারত থেকে এসেছে। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠান।
Advertisement
এমদাদুল হক মিলন/আরএইচ/এমএস