দেশজুড়ে

১৭ বছরের জঞ্জাল সাত মাসে দূর করা সম্ভব নয়

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ১৭ বছরের জঞ্জাল, অনিয়ম, অব্যবস্থাপনা ও অরাজগতা সাতমাসে দূর করা সম্ভব নয়।

Advertisement

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার পর্যটন কেন্দ্র নিঝুম দ্বীপে ইজিআইএমএনএস শীর্ষক প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আমরা প্রতিনিয়ত নতুন সমস্যার মুখোমুখি হচ্ছি। রাষ্ট্র ব্যবস্থাকে ভঙ্গুর করে আগের সরকার যেভাবে পালিয়ে গেছে তাকে টেনে তুলতে আমাদের আরও কিছুটা সময়তো লাগবে।

এম. সাখাওয়াত হোসেন বলেন, সামনের রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সিন্ডিকেট ভেঙে দিতে সবাই প্রশাসনকে সহযোগিতা করুন। রমজানে প্রচুর খেজুর, বুট, ছোলা বিভিন্ন দেশ থেকে আসছে। ব্যবসায়ীদের বুঝতে হবে রমজান হরিলুটের মাস না।

Advertisement

পরে তিনি নিঝুম দ্বীপের স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। এ সময় মানুষজন তাদের বিভিন্ন সমস্যার কথা উপদেষ্টার নিকট উপস্থাপন করেন।

এসময় নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম প্রমুখ ছিলেন।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস

Advertisement