নির্বাচনের তারিখ ঘোষণা না করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
Advertisement
তিনি বলেন, সংস্কারের নামে দীর্ঘ ছয় মাস পার করেছেন ড. ইউনূস। কিন্তু নির্বাচনের কোনো রোডম্যাপ ঘোষণা করছেন না, এ বছরের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। অন্যথায় জনগণ আপনাদের বিরুদ্ধে আন্দোলনে নামবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চান্দিনায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, সংস্কারের নামে কালক্ষেপণ করে দিনের পর দিন সরকারে থাকার প্রমাণ হচ্ছে এই সরকারের মধ্যে আওয়ামী লীগের ভূত ঢুকেছে।
Advertisement
তিনি আরও বলেন, বিনাভোটে ক্ষমতায় থাকবেন জবাবদিহিতা কোথায়? এসব বাদ দিয়ে যার কাজ তাকে করতে দেন। অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে এই বছরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করুন।
সংস্কার কমিটিতে থাকা ব্যক্তিদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, সংস্কার কমিটিতে যারা আছেন আপনারা গাড়ি চেপে যথেষ্ট আরাম আয়েসেই আছেন। আর সংস্কার লাগবে না, অনেক হয়েছে। তারেক রহমানের ৩১ দফা সংস্কারে মনোযোগ দিলেই সব সমস্যার সমাধান ও সংস্কার সম্পন্ন হবে। এসময় কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপি কুমিল্লা বিভাগ সহ-সাংগঠনিক সম্পাদক হাজি মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহ্বায়ক মো. আকতারুজ্জামান সরকার, সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসেম, যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহম্মেদ মীর, মো. আব্বাস উদ্দিন কমান্ডার, মো. আতিকুল আলম শাওন, মো. মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
জাহিদ পাটোয়ারী/জেডএইচ/এমএস
Advertisement