মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত কাট। বল চোখের পলকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে উড়ে যাচ্ছিলো। কিন্তু যত দ্রুত বল যাচ্ছিলো, তার চেয়েও দ্রুত প্রতিক্রিয়া দেখা গেলো ফিল্ডার গ্লেন ফিলিপসের মধ্যে। সোজা ছিল না বলটা। তাও ছিল মাথার ওপর। অন্য কোনো ফিল্ডার হলে অনায়াসে বলটা ছেড়ে দিতেন। কারণ, অনেকের কাছেই মনে হবে এটি ধরা সম্ভব নয়।
Advertisement
কিন্তু ফিলিপস অন্য রকম। জন্টি রোডসের আধুনিক ভার্সন। অবিশ্বাস্য ক্যাচ ধরার জুড়ি মেলা ভার। ফিলিপস বাম পাশে লাফ দিয়ে পেছন দিকে শরীরটাকে ভাসিয়ে দিলেন। বাম হাত বাড়িয়ে শেষ মুহূর্তে বলটা তালুবন্দী করে নিলেন। চোখের পলকে যেন বাজপাখি তার শিকার ধরে নিলো।
ক্যাচটা তালুবন্দী করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেলেন ফিলিপস। সতীর্থরা এসে অভিনন্দন জানালো তাকে। কিন্তু গ্যালারির দর্শকদের চোখে যেন ঘোর লেগে গেছে। কেউই বিশ্বাস করতে পারছিল না, অবিশ্বাস্য ক্যাচটি ধরেই ফেললেন কিউই এই ফিল্ডার। টিভির সামনে ধাকা দর্শকরা তার নাম দিলেন, গ্লেন ‘জন্টি’ ফিলপস। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জন্টি রোডসের কাছ থেকেই যে এমন অবিশ্বাস্য ক্যাচ ধরার দৃশ্য দেখতে পেতেন ক্রিকেট ভক্তরা!
৩২১ রানের লক্ষ্য। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে লক্ষ্যটা একটু চ্যালেঞ্জিংই। স্বাভাবিকভাবেই চাপে থাকার কথা প্রতিপক্ষকে। স্বাগতিক পাকিস্তানও জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই দারুণ চাপে। ১০ ওভার শেষে স্কোরবোর্ডে তাদের রান মাত্র ২২। রান রেট ২.২ করে।
Advertisement
(অবিশ্বাস্য ক্যাচটি দেখুন এই লিংকে ক্লিক করে)
ওয়ানডে শুধু নয়, টেস্টেও এই রান রেট অবিশ্বাস্য। এত কম রানরেট নিয়ে অন্তত ৩২০ রান তাড়া করা অসম্ভব। নিউজিল্যান্ডের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এবং ফিল্ডারদের দুর্ধর্ষ ফিল্ডিং- পাকিস্তানের স্কোরকে বাড়তেই দিচ্ছে না।
ওভার যায়, রান ওঠে না- স্বাভাবিকভাবেই ব্যাটারদের মধ্যে চাপ বাড়ে। ১৯ বলে ৬ রান করে সউদ শাকিল আউট হওয়ার পর জুটি বাধেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। কিন্তু রান তুলতে না পারার কারণে দুই ব্যাটারকেই হাসফাঁস করতে দেখা যাচ্ছিলো। উইল ও’ররকির করা ইনিংসের দশম ওভারের শেষ বলে রান নেয়ার লক্ষ্যেই শটটি খেলেছিলেন রিজওয়ান; কিন্তু ফিলিপসের দুর্ধর্ষ ক্যাচ রিজওয়ানকে আর উইকেটে থাকতে দিল না। আউট হলেন ১৪ বলে ৩ রান করে।
এ রিপোর্ট লেখার সময় ১৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৩ রান করেছে পাকিস্তান। ২৭ রানে বাবর আজম ও ১৭ রানে ব্যাট করছেন ফাখর জামান।
Advertisement
আইএইচএস/