খেলাধুলা

হৃদয়ের কথা অনেকদিন ধরে শুনে আসছি, এবার দেখিয়েছে: হার্শা

বাংলাদেশের তরুণ উদীয়ামন ব্যাটার তাওহিদ হৃদয়, জিতেছেন যুব বিশ্বকাপ। জাতীয় দলে আসার পরও হৃদয় তার সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বিভিন্ন সময়ে। তবে আইসিসির টুর্নামেন্টে এর আগে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি।

Advertisement

ভারতের মাটিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগেও হৃদয়কে নিয়ে বেশ হাইপ উঠেছিল। ভারতীয় ক্রিকেট বিশ্লেষকরা তাকে নিয়ে কথা বলেছেন। আশা করেছিলেন, বিশ্বকাপে ঝলক দেখাবেন। হৃদয় সেটা পারেননি।

তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন হৃদয়। ভারতের বিপক্ষে দলের বড় বিপর্যয়ের মুখে লড়াকু এক সেঞ্চুরি উপহার দিয়েছেন।

একটা সময় পায়ে টান খেয়ে দৌড়ে রানও নিতে পারছিলেন না। তারপরও হৃদয় লড়াই করে গেছেন। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিটা তিনি তুলে নিয়েছেন আইসিসি ইভেন্টেই।

Advertisement

হৃদয়ের ব্যাটিং দেখে বেশ মুগ্ধ ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। ম্যাচ চলাকালীন সময়েই এক এক্স-বার্তায় হার্ষা লিখেছেন, ‘তাওহিদ হৃদয়ের কথা অনেক দিন ধরে শুনে আসছি। তবে সেভাবে সে কিছু করতে পারেনি। আজকে সে নিজের ক্লাস দেখিয়েছে।’

বাংলাদেশের ইনিংস চলাকালে এক্সে বার্তা দিয়ে হার্শা লিখেন, ‘দারুণ প্রশংসীয় পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ। তারা যদি স্কোরটাকে ২৪০ রান পর্যন্ত টেনে নিতে পারে তাহলে আমরা দারুণ একটি ম্যাচ পেতে যাচ্ছি।’

যদিও শেষ পর্যন্ত ২২৮ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ভারত ৬ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয়। তবে তাদের খেলতে হয়েছে ৪৬.৩ ওভার পর্যন্ত।

এছাড়া শেষ দিকে ভারতের ইনিংসের সময় হার্শা লিখেন, ‘ভারতের হয়তো ব্যাটিং বাকি আছে। তবে বাংলাদেশ তাদের ঘাম ছুটিয়ে দিচ্ছে। এখন এটা বেশ কঠিন রান তাড়া হয়ে গেছে।’

Advertisement

এমএমআর/এমএস