দেশজুড়ে

পাবনায় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা

পাবনায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে পাবনা কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম।

Advertisement

এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া পাবনা প্রেস ক্লাবসহ সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ও অন্যান্য সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রভাত ফেরী করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া এ দিবসের তাৎপর্য তুলে ধরে দিনব্যাপী দোয়া, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন প্রতিষ্ঠান।

Advertisement

আলমগীর হোসাইন/জেডএইচ/এমএস