দেশজুড়ে

হত্যার ২২ বছর পর স্ত্রীসহ শ্বশুর-শাশুড়িকে যাবজ্জীবন

যশোর শহরের বিরামপুর এলাকায় সুশান্ত কুমার ধর নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় দীর্ঘ ২২ বছর রায় দিয়েছেন আদালত। এতে তার স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এ রায় দেন। বিশেষ সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, নিহত সুশান্ত কুমার ধরের শ্বশুর সন্যাসী কুমার বিশ্বাস, শাশুড়ি করুনা রাণী ও স্ত্রী ইতি রাণী।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০০ সালে সাতক্ষীরার তালার মির্জাপুর গ্রামের কৃষ্ণপদ ধরের ছেলে সুশান্ত কুমার ধর পারিবারিকভাবে যশোর শহরতলীর বিরামপুরের সন্যাসী কুমার ধরের মেয়ে ইতি রাণীকে বিয়ে করেন। বিয়ের কয়েক দিন পর শ্বশুর-শাশুড়ি তার মেয়েকে স্বামীর সংসার ছেড়ে চলে আসতে বলেন। এ নিয়ে ইতি তার স্বামীর সংসারে চরম অশান্তি শুরু করে। ২০০২ সালের অক্টোবর মাসের প্রথম দিকে ইতি তার বাবার বাড়ি বেড়াতে যান। সুশান্ত ১২ অক্টোবর শ্বশুরবাড়ি যান। এদিন রাতে শ্বশুরের কাছে শহরের দোকান কিনতে দেওয়া চার লাখ টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে কলহের সৃষ্টি হয়। ভোরে আসামিরা পরিকল্পিতভাবে সুশান্তকে গলা কেটে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই নারায়ণ কুমার ধর বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ১৫ অক্টোবর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

Advertisement

জানা যায়, এ মামলার দীর্ঘ তদন্ত শেষে ২০০৫ সালের ১০ জুলাই চারজনকে অভিযুক্ত ও তিনজনের অব্যাহতি চেয়ে তদন্তকারী কর্মকর্তা সদর সার্কেলের এসপি জিল্লুল ইমান আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক নিহতের স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত তিন আসামি জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন।

মিলন রহমান/এফএ/জেআইএম