বিনোদন

গানে-কবিতায় ভাষার মাস উদযাপন করছে যুক্ত

ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিকে উদযাপনে বিশেষ আয়োজন করেছে সাংস্কৃতিক সংস্থা যুক্ত। গতকাল ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ছিল ‘ভাষায় ভালোবাসায়’ শিরোনামের এক আয়োজন। শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চার মধ্যদিয়ে মাসব্যাপী ভাষা আন্দোলনের মাসটিকে উদযাপন করছে সংস্থাটি।

Advertisement

গতকাল ছিল মাসব্যাপী অনুষ্ঠানের সপ্তম সন্ধ্যা। ‘ভাষায় ভালোবাসায়’ আয়োজনের এই সন্ধ্যার শিরোনাম ছিল ‘বাংলায় জেগে রই’। এতে আবৃত্তি ও অভিনয় পরিবেশন করেন নাট্যকর্মী আহমাদ আজিজ আহসান মানিক, আবৃত্তিশিল্পী রওশন আরা বেলী এবং অভিনয়শিল্পী আমিনুর রহমান বাচ্চু।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আবৃত্তিকার ও প্রকাশনা সংস্থা যুক্তর স্বত্ত্বাধিকারি নিশাত জাহান রানা। তিনি বলেন, ‘এ বছর ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে মাসজুড়ে আমরা শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক নানান কর্মকাণ্ড করছি। বাঙালির অনন্য অর্জনের মাস এটি। পৃথিবীর দেশে দেশে হয়তো অনেক রাজনৈতিক সংগ্রাম আছে, অর্থনৈতিক সংগ্রাম আছে, একটি নতুন দেশ পাওয়ার সংগ্রাম আছে। কিন্তু এ রকম করে কেবল মাতৃভাষার জন্য এমন সংগ্রাম ও অর্জন সম্ভবত আর নেই।’

দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ও আমার দেশের মাটি’ গেয়ে শুরু হয় সন্ধ্যা। এর পর একে একে গীত হয় আরো কিছু রবীন্দ্রসঙ্গীত। আবৃত্তি করা হয় কাজী নজরুল ইসলাম, সুফিয়া কামাল, জীবনানন্দ দাস, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, নাসির আহমেদ ও রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, সেইসঙ্গে জটিলেশ্বর মুখোপাধ্যায় ও ভুপেন হাজারিকার কিছু গানও পরিবেশনা করেন শিল্পীরা। আমিনুর রহমান বাচ্চু পরিবেশন করেন ‘গোপাল অতি সুবোধ বালক’ নাটকের অংশবিশেষ। অনুষ্ঠানের শেষে সদ্যপ্রয়াত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমবেত কণ্ঠে ‘আমি বাংলায় গান গাই’ গানটি গেয়ে ওঠেন উপস্থিত সবাই।

Advertisement

‘ভাষায় ভালোবাসায়’ আয়োজনের অষ্টম সন্ধ্যার শিরোনাম ‘ভাষায় আবাস’, অনুষ্ঠিত হলো আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায়। কাল শুক্রবারও রয়েছে নতুন শিরোনামের ভাষা উদযাপনী আয়োজন।

 এএমপি/আরএমডি