অর্থনীতি

সার সংরক্ষণে চার জেলায় হবে গোডাউন, ব্যয় ২৩৭ কোটি

সার সংরক্ষণের জন্য দেশের চার জেলায় চারটি বাফার গুদাম নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৩৭ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ৮৮৭ টাকা ব্যয়ে এসব গুদাম নির্মাণের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

Advertisement

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে সূত্রে জানা গেছে. ‘সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ’ প্রকল্পের আওতায় মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, যশোর এবং নড়াইলে একটি করে গোডাউন নির্মাণের দুটি পৃথক প্রস্তাব দেয় শিল্প মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাব দুটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।

আরও পড়ুন

Advertisement

শুরুই হয়নি ৩৪ বাফার গুদামের নির্মাণকাজ, ব্যয় ৩২২ কোটি

জানা গেছে, প্রকল্পের আওতায় মানিকগঞ্জে একটি ও মুন্সিগঞ্জে একটি গোডাউন নির্মাণের পূর্ত কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব জমা পড়ে। তিনটি প্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এনডিই), ঢাকা প্রকল্পটি বাস্তবায়ন করবে।

এতে ব্যয় হবে ১২০ কোটি টাকা। প্যাকেজের আওতায় মানিকগঞ্জে একটি ১৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার এবং মুন্সিগঞ্জে একটি সমপরিমাণ ধারণ ক্ষমতার স্টিল স্ট্রাকাচার বাফার গোডাউন তৈরি করা হবে।

এছাড়া প্রকল্পের আওতায় যশোরে একটি ও নড়াইলে একটি গোডাউন নির্মাণের পূর্ত কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব জমা পড়ে। তিনটি প্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে এআইএল এবং এসসিএল ফরিদপুর প্রকল্পটি বাস্তবায়ন করবে।

এতে ব্যয় হবে ১১৭ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ৬৬৭ টাকা। প্যাকেজের আওতায় যশোরে একটি ১৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার এবং নড়াইলে একটি ১০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার স্টিল স্ট্রাকচার বাফার গোডাউন নির্মাণ করা হবে।

Advertisement

এমএএস/এমকেআর