জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
Advertisement
আগামী ২৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তদন্ত সংস্থার সেফ হোমে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের সময় উভয়পক্ষের আইনজীবী ও চিকিৎসক উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শুনানির নির্ধারিত দিনে আসামিদের বিরুদ্ধে অগ্রগতি প্রতিবেদন দাখিল ও তদন্তে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী।
আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় প্রসিকিউটর মো. মিজানুর রহমান, গাজী এমএইচ তামিম, বিএম সুলতান মাহমুদসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন। অন্যদিকে আদালতে আসামিরপক্ষে শুনানি করেন আইনজীবী নাজনিন নাহার।
Advertisement
শুনানি ও আদেশ শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আজ ট্রাইব্যুনালে কার্যতালিকায় প্রথমে ছিল পুলিশ অফিসারদের বিরুদ্ধে শুনানি। সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ ২৩ জন আসামিকে হাজির করার আদেশ ছিল। সেই মামলায় গ্রেফতার ৮ জনকে হাজির করা হয়েছিল ট্রাইব্যুনালে। আমরা চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে জিজ্ঞাসাবাদ করতে চাই, তার নেতৃত্বে জুলাই আগস্টের হত্যা সংগঠিত হয়েছিল।
আরও পড়ুনসাবেক আইজিপি-এনটিএমসি মহাপরিচালকসহ ১০ জন ট্রাইব্যুনালেট্রাইব্যুনালে যে আইনে বিচার চলছে, তার শুরুর শাস্তিই মৃত্যুদণ্ডতাজুল ইসলাম বলেন, এপিসি, হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল, মারণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। এ বিষয়ে তিনি আগে একটি জবানবন্দি দিয়েছেন। সেসব তথ্যের মধ্যে আমাদের আরও অনেক বিষয় তার কাছ থেকে জানা প্রয়োজন। হেলিকপ্টার অপারেশন কার নির্দেশনায় হয়েছিল, কারা ছিল সেখানে, কতটি ফ্লাইট পরিচালনা করা হয়েছে, কী ধরনের অস্ত্র পরিবহন করা হয়েছিল, পুলিশের প্রধান হিসেবে তার এ বিষয়গুলো জানার কথা। সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা একদিনের সময় আবেদন করেছি। পরে আগামী ২৩ ফেব্রুয়ারি একদিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
তিনি আরও বলেন, একই মামলায় দুই মাস সময় দিয়েছেন আদালত। ২৮ এপ্রিল পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। তদন্ত কার্য পরিচালনা করে রিপোর্ট দাখিলের কথা বলেছেন ট্রাইব্যুনাল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান এবং এনটিএমসির সাবেক মহাপরিচালকসহ ১০ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজ তাদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুটি পৃথক প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
Advertisement
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা এসব সাবেক কর্মকর্তার মধ্যে রয়েছেন— সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, যাত্রাবাড়ী থানার সাবেক (ওসি) আবুল হাসান, ডিএমপি মিরপুরের সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুর ইসলাম, ডিবি ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন এবং ডিএমপি গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক।
এছাড়া র্যাবের দুই সাবেক কর্মকর্তাকেও হাজির করা হয়। তারা হলেন— সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।
এর আগে গত ২৭ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তাদের হাজির করতে আদেশ দিয়েছিলেন।
এফএইচ/ইএ/জেআইএম