জাতীয়

নতুন পে-কমিশনসহ চার দাবি বাস্তবায়নের অনুরোধ অর্থ সচিবকে

নতুন পে-কমিশন গঠনসহ চার দফা দাবি বাস্তবায়নে অর্থ সচিবকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

Advertisement

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের সঙ্গে সংযুক্ত পরিষদের পেশ করা দাবি বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে সভা হয়। সভায় পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ সচিবকে এ অনুরোধ জানান। পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা সব সরকারি কর্মকর্তা-কর্মচারী মহার্ঘভাতা পাবেন

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিষদের পক্ষ থেকে নেতারা অর্থ সচিবকে (১) নতুন পে-কমিশন গঠনসহ কর্মচারীদের জন্য অবিলম্বে মূল বেতনের ৫০ শতাংশ মহার্ঘভাতা কার্যকর করা এবং প্রস্তাবিত মহার্ঘভাতার পরিবর্তে মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতনের সঙ্গে কমপক্ষে ৫টি ইনক্রিমেন্ট হিসেবে জিও জারি করা; (২) বাংলাদেশ সচিবালয়ের কর্মচারীদের জন্য সরকারি অন্যান্য বেসামরিক সংস্থার মতো ৩০ শতাংশ হারে সচিবালয় ভাতার জন্য দ্রুত আদেশ জারি করা; (৩) ২০১৫ সালের পে-কমিশনের সুপারিশ অনুযায়ী যথাসময়ে পদোন্নতি না হওয়ার কারণে অবিলম্বে আগের মতো টাইম-স্কেল ও সিলেকশন গ্রেড ব্যবস্থা পুনর্বহাল করা এবং (৪) বাংলাদেশ সচিবালয়ে কর্মরত সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরদের জন্য দুটি উচ্চতর গ্রেড এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য দুটি অগ্রিম ইনক্রিমেন্ট পূর্বের ন্যায় পুনর্বহাল করাসহ বর্তমানে ২০তম গ্রেডে কর্মরত কর্মচারীদের জন্য প্রতি কর্ম দিবসে ৩০০ টাকা হারে টিফিন ভাতার ব্যবস্থা করার বিষয়ে অনুরোধ জানান।

অর্থ সচিব পেশ করা দাবির যৌক্তিকতা অনুধাবন করেন এবং অবিলম্বে দাবি বাস্তবায়নের ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Advertisement

আরএমএম/ইএ/জিকেএস