বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ ট্রাম্পের কঠোর বাণিজ্যনীতি, আমেরিকায় উদ্বেগ বাড়াচ্ছে মূল্যস্ফীতিডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ফেরার পর থেকে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের সংবাদ সম্মেলনগুলো তুলনামূলকভাবে কম আলোচিত হচ্ছে। সাম্প্রতিক মূল্যস্ফীতির পরিসংখ্যান ফের বিষয়টিকে সামনে এনেছে। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ‘কোর’ ভোক্তা মূল্যসূচক (যা খাদ্য ও জ্বালানির মতো অস্থির মূল্যকে বাদ দেয়) বার্ষিক হারে ৫ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
নিক্কেই এশিয়ার প্রতিবেদন/ জাপানে বিদেশি পর্যটকের সংখ্যায় নতুন রেকর্ডজাপানে গত জানুয়ারি মাসে বিদেশি পর্যটকের সংখ্যা এক বছর আগের তুলনায় ৪০ দশমিক ৬ শতাংশ বেড়েছে। ওই মাসে রেকর্ড ৩৭ লাখ ৮০ হাজার বিদেশি পর্যটক দেশটিতে ভ্রমণ করেছেন। এই সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় অন্তত ১০ লাখ বেশি।
গাজা দখলের পরিকল্পনা থেকে সরে আসছেন ট্রাম্প: মিশরমিশর ও জর্ডান দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের পরিকল্পনা থেকে বিরত রাখতে সফল হয়েছে। এমনকি, মিশরীয় এক কর্মকর্তা জানিয়েছেন, গাজা নিয়ে তাদের প্রস্তাবিত যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা সমর্থন করেছে ওয়াশিংটন।
Advertisement
চলতি সপ্তাহেই শুরু হচ্ছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনাফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে ‘পরোক্ষ’ আলোচনা শুরু করতে যাচ্ছে ইসরায়েল ও হামাস। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উভয় পক্ষের কর্মকর্তারা এই জানিয়েছেন। এদিকে, হামাস জানিয়েছে, তারা এই সপ্তাহে আরও কয়েকজন বন্দি মুক্তি দেবে ও দুটি শিশুর মরদেহসহ চারজনের দেহাবশেষ ফেরত দেবে।
ট্রাম্পের দাবি, যুদ্ধ ইউক্রেনই শুরু করেছিলরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে অবস্থান নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ নাকি ইউক্রেনই শুরু করেছিল।
ট্রাম্প ভুল তথ্যের জগতে বাস করছেন: জেলেনস্কিযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রভাবিত ‘ভুল তথ্যের জগতে বাস করছেন’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি ইউক্রেনীয় প্রেসিডেনেটর জনপ্রিয়তা ৪ শতাংশে নেমে এসেছে বলে দাবি করেন ট্রাম্প। এরপরই মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে এমন মন্তব্য করলেন জেলেনস্কি।
ভারতকে ২১ মিলিয়ন ডলার দেবো কেন: অনুদান বাতিল প্রসঙ্গে ট্রাম্পভারতে ভোটারদের বুথমুখী করতে ২১ মিলিয়ন ডলার অনুদান দিতো যুক্তরাষ্ট্র। ইলন মাস্কের সরকারি দক্ষতা বিষয়ক দপ্তর কিছু দিন আগে সেই অনুদান বাতিলের ঘোষণা করেছে। সেই ঘোষণাকে এবার সমর্থন করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তার প্রশ্ন, কেন ভারতকে এত টাকা আমরা দিতে যাবো? তারা তো আমাদের থেকে অনেক ট্যাক্স নেয়।
Advertisement
ভারতে নেপালি শিক্ষার্থীর মৃত্যু ঘিরে উত্তেজনা, কূটনৈতিক টানাপোড়েনভারতের উড়িষ্যায় অবস্থিত কালিঙ্গা ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কেআইআইটি) বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক উৎসব চলাকালে এক নেপালি শিক্ষার্থীর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ২০ বছর বয়সী প্রকৃতি লামসালের মৃত্যু ঘিরে ওঠা অভিযোগ, গ্রেফতার, কূটনৈতিক অস্থিরতা ও শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় প্রভাব পড়েছে ভারত-নেপাল সম্পর্কেও।
কোনো চাপেই সরকারের সঙ্গে আপস করবেন না ইমরান খানপাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কোনো চাপেই সরকারের সঙ্গে আপস করবেন না। আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের সঙ্গে দেখা করে বোন আলিমা খান এ তথ্য জানিয়েছেন।
চুল যেভাবে হয়ে উঠছে ‘সোনা’, বিলিয়ন ডলারের বাজারজিশান আলী ১০ বছর ধরে একজন ড্র্যাগ আর্টিস্ট (কসটিউম হিসেবে আলাদা চুল ও পোশাক নিয়ে যিনি কাজ করেন) হিসেবে কাজ করছেন। শো করছেন ভারতজুড়ে। তার পারফর্মেন্সের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রায় ৪৫টি উইগের (আলাদা চুল/পরচুল) সংগ্রহ।
কলকাতায় এক পরিবারে তিনজনের রহস্যজনক মৃত্যুকলকাতার ট্যাংরার শীল লেনের অতুল শূর লেনে একটি পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে। মৃতদের মধ্যে দুইজন নারী ও একজন নাবালিকা। জানা যায়, বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রতিবেশীরা ওই বাড়ি থেকে কোনো সাড়া-শব্দ না পাচ্ছিলেন না। পরে পুলিশের একটি দল গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে হৃদয়বিদারক দৃশ্য সামনে আসে।
কেএএ/এমএস