নিজে ব্যাট হাতে একেবারেই নিষ্প্রভ। বিপিএলে অবস্থা এমন হয়েছে যে, ফরচুন বরিশাল শেষের দিকের ম্যাচগুলোতে একাদশেই রাখেনি শান্তকে। পুরোপুরি অফফর্মে থাকা নাজমুল হোসেন শান্তর নেতৃত্বেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামছে বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে টাইগাররা মাঠে নামছে অন্যতম ফেবারিট ভারতের বিপক্ষে।
Advertisement
নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুটি জায়গায় ভারতের চেয়ে এগিয়ে রাখছেন বাংলাদেশকে। তিনি মনে করেন, এই দুটি কারণে বাংলাদেশ জিতেও যেতে পারে।
ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বুধবার সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘ভারতকে হারাতে গেলে সব বিভাগে ভাল খেলতে হবে। ভারতের বিরুদ্ধে আমাদের বেশ কিছু ভাল স্মৃতি আছে। যদি আমরা নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারি তা হলে জয়ের সম্ভাবনা রয়েছে।’
শান্ত আরও বলেন, ‘আমাদের দলে বেশ কিছু ভাল অলরাউন্ডার রয়েছে। আমরা ওদের ওপর নির্ভর করছি। আসলে এই টুর্নামেন্টে যে কোনও দল জিততে পারে। আমরাও চ্যাম্পিয়ন হওয়ার মরিয়া চেষ্টা করব। তবে এখন থেকেই বেশি কিছু ভাবছি না।’
Advertisement
অলরাউন্ডাররা যদি প্রথম শক্তি হন, তা হলে দ্বিতীয় শক্তি অবশ্যই পেসাররা- এমনটাই মনে করেন শান্ত। তার কথায়, ‘আমাদের দলের পেসাররা খুবই ভাল। নাহিদের মতো বোলারকে পেয়ে আমরা গর্বিত। যদি সে একাদশে থাকে, তাহলে ঠিক নিজের কাজ করে দেবে। স্পিনার এবং পেসারের ভাল ভারসাম্য আমাদের দলে রয়েছে।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রিত বুমরাহ খেলতে পারছেন না। এটা কি বাড়তি সুবিধা দেবে? শান্ত সেটা মনে করেন না। তার কথায়, ‘বুমরাহ বা কোনও নির্দিষ্ট ভারতীয় ক্রিকেটারকে নিয়ে আমরা ভাবছি না।’
বাকি দেশগুলি ওয়ানডে ক্রিকেটের মধ্যে থাকলেও বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ওয়ানডে খেলেনি। সর্বশেষ গত ডিসেম্বরে ওয়ানডে খেলেছিলো টাইহাররা। এরপর টাইগাররা ব্যস্ত ছিল টি-টোয়েন্টি ক্রিকেটে। এ বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তিত নন শান্ত। তিনি বলেন, ‘বিপিএলে দু’জন ভাল খেলেছে। আমাদের শুধু এই ফরম্যাটের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে। দুবাইয়ের পিচ পাকিস্তানের মতো দ্রুত গতির নয়। সেটা একটা সুবিধা। পাশাপাশি অনেক সমর্থককেও পাব।’
আইএইচএস/
Advertisement