আন্তর্জাতিক

নেতানিয়াহুর সঙ্গে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার (১৬ ফেব্রুয়ারি) জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন। ইসরায়েল ও হামাসের মধ্যে শেষবারের জিম্মি-বন্দী বিনিময়ের একদিন পর তিনি মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন।

Advertisement

যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা আগামী সপ্তাহে কাতারের রাজধানী দোহায় শুরু হবে বলে আশা করা হচ্ছে। ইসরায়েল সফর শেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন রুবিও।

যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসেবে এই অঞ্চলে এটিই প্রথম সফর রুবিওর। স্থানীয় সময় শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে তিনি ইসরায়েলে পৌঁছান।

ভঙ্গুর যুদ্ধবিরতির অধীনে ষষ্ঠ বিনিময়ে শনিবার হামাস গাজায় তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। বিনিময়ে ইসরায়েলও ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়। এর কয়েক ঘন্টা পরেই রুবিও তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেন।

Advertisement

রুবিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকার নিয়ন্ত্রণ গ্রহণ ও এর ২০ লাখেরও বেশি বাসিন্দাকে স্থানান্তরিত করার প্রস্তাব কার্যকর করার প্রক্রিয়া আরও এগিয়ে নিয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে। যদিও ট্রাম্পের এই প্রস্তাব বিশ্বজুড়ে ব্যাপকভাবে নিন্দিত হয়েছে।

এই পরিকল্পনায় ইসরায়েল ও হামাসের মধ্যে ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে বিধ্বস্ত উপকূলীয় অঞ্চলটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ অর্থাৎ খুব সুন্দর সমুদ্র সৈকত হিসেবে পুনর্গঠনের কল্পনা করা হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের সময় ট্রাম্পের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তবে বিশ্ব নেতারা এটি প্রত্যাখ্যান করেছেন।

সূত্র: এএফপি

Advertisement

এসএএইচ