দুর্নীতিকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে এ থেকে উদ্ধার পাওয়া ছাড়া কোনো গতি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
Advertisement
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ প্রশাসনিক সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
সাধারণ মানুষকে সেবা প্রদানের বিভিন্ন ক্ষেত্রে অনলাইন সেবা নিশ্চিত করার ইচ্ছা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। সততা বলতে কোনো জিনিস নেই। শৃঙ্খলা বলতে কোনো জিনিস নেই।
‘দুর্নীতি কোথায় আছে কীভাবে আছে তা অজানা নয়। এ থেকে উদ্ধার পাওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই। দুর্নীতি থেকে আমরা কেউ মুক্ত হতে পারছি না। সৎ জাতি হিসেবে প্রতিষ্ঠিত না করতে পারলে দুর্নীতি দূর হবে না।’
Advertisement
তিনি বলেন, দুর্নীতি থেকে দ্রুত বের হতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ও চায় আমরা দুর্নীতিমুক্ত হই। আমরা ব্যক্তিগত সুযোগ নিয়ে ব্যস্ত আছি। জাতীয় সুযোগ নিয়ে আমরা মোটেও চিন্তিত না।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ও বাংলাদেশ প্রশাসনিক সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম।
এমইউ/এমকেআর/জিকেএস
Advertisement