রিটার্ন জমার সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
Advertisement
তিনি বলেন, যারা রিটার্ন জমা দেননি, তারা জরিমানাসহ রিটার্ন জমা দেবেন। এখন পর্যন্ত অনলাইনে ১৪ লাখ ১০ হাজার রিটার্ন জমা পড়েছে। সবমিলিয়ে রিটার্নের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ থেকে ৩৮ লাখ। আজ সারাদিন শেষে রিটার্ন জমার প্রকৃত হিসাব পাওয়া যাবে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
জরিমানা ছাড়া রোববার (১৬ ফেব্রুয়ারি) ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার শেষদিন।
Advertisement
আরও পড়ুন
অনলাইনে সারাবছর আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে: এনবিআর ১৫ দিনে এলো ১৬ হাজার কোটি টাকার প্রবাসী আয়এর আগে রিটার্ন জমার সময়সীমা তিন দফা বাড়ানো হয়েছে। সর্বশেষ ৩০ জানুয়ারি এক আদেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রিটার্ন জমার সময় বাড়িয়ে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করে। যারা অনলাইনে নয়, সনাতনী পদ্ধতিতে কাগুজে রিটার্ন দিতে চান, তারা আগামীকাল নিজ নিজ কর কার্যালয়ে গিয়ে রিটার্ন জমা দিতে পারবেন।
সন্ধ্যায় এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন বলেন, ১৮ লাখের বেশি করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
তিনি আরও বলেন, আয়কর দিবস পরবর্তীসময়েও জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সেবাটি বছরব্যাপী চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। আয়কর দিবস পরবর্তীসময়ে রিটার্ন দাখিল করলে আয়কর আইন, ২০২৩ এর ৭৬ ধারা অনুযায়ী বিনিয়োগজনিত কর রেয়াত এবং কোনো ধরনের কর অব্যাহতি পাবেন না। তাছাড়া, কর দিবসে যে পরিমাণ কর অপরিশোধিত থাকবে তার ওপর আয়কর আইন, ২০২৩ এর ১৭৪ ধারা অনুযায়ী মাসিক ২ শতাংশ হারে (সর্বোচ্চ ২৪ মাস) অতিরিক্ত কর আরোপ করা হবে।
Advertisement
এসএম/ইএ