দেশজুড়ে

ময়মনসিংহে আজহারির মাহফিলে মোবাইল চুরির ঘটনায় ২০০ জিডি

ময়মনসিংহে ড. মিজানুর রহমান আজহারির মাহফিল থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় ২০০ সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

তিনি বলেন, শনিবার বিকেল ৪টায় মহফিল শেষ হয়েছে। মোবাইল চুরির ঘটনায় এখনো মানুষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করছেন। এখন পর্যন্ত ২০০ মানুষ থানায় জিডি করেছেন। আর কতজন থানায় জিডি করবেন সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ওসি বলেন, আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছি। তবে লোক সমাগম বেশি হওয়ায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। চোর শনাক্ত করে আইনের আওতায় আনাসহ মোবাইল উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশ।

ইকবাল মাহমুদ নামের একজন বলেন, মাহফিলে ময়মনসিংহ ছাড়াও আশপাশের জেলা থেকে লোকজন আসে। অনেকে থানায় জিডি না করেই দূর-দূরান্তরের বাড়িতে ফিরেছেন।

Advertisement

সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহের সম্পাদক আলী ইউসুফ বলেন, সম্প্রতি ময়মনসিংহে চুরি-ছিনতাই বেড়েছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। পুলিশ এদের দ্রুত আইনের আওতায় এনে নগরীকে চুরি-ছিনতাইমুক্ত করবে এমনটা প্রত্যাশা করি।

এর আগে শনিবার দুপুর দুইটার পর নগরীর সার্কিট হাউজ মাঠে তাফসির পেশ করেন ড. মিজানুর রহমান আজহারি। এর আগে জনস্রোত সৃষ্টি হয়। বিকেল ৪টায় দোয়ার মধ্যদিয়ে মাহফিল শেষ হয়।

কামরুজ্জামান মিন্টু/আরএইচ/জিকেএস

Advertisement