জাতীয়

কেইপিজেডের ভূমি সমস্যার সমাধান করায় বিশেষ দূতের প্রতি কৃতজ্ঞতা

কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) দীর্ঘদিনের ভূমি সমস্যার সমাধানের জন্য প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে বার্তা পাঠিয়েছেন ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা কিহাক সুন।

Advertisement

রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

বার্তায় কিহাক সুন বলেন, গত ৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের জেলা প্রশাসক এবং কোরিয়ান এক্সপোর্ট প্রোসেসিং জোনের (কেইপিজেড) মধ্যে সম্পাদিত হস্তান্তর চুক্তি যথাযথভাবে সই হয়। অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ৬ ফেব্রুয়ারির মধ্যে এটি বাস্তবায়ন নিশ্চিত করে। বার্তায় আর বলা হয়, এ বিষয়ে আপনার (লুৎফে সিদ্দিকীর) ব্যক্তিগত, দ্রুত এবং দৃঢ় সমর্থন আমাদের আত্মবিশ্বাস ও সংকল্পকে নতুনভাবে জাগিয়ে তুলেছে, যেন আমরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের সমৃদ্ধির জন্য আরও অবদান রাখতে পারি।

ভবিষ্যতেও এ ধরনের অব্যাহত সহায়তা প্রত্যাশার কথা বার্তায় উল্লেখ করা হয়।

Advertisement

এমইউ/এমকেআর/জিকেএস