মানিকগঞ্জে দলীয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে মাটিকেটে তা বিক্রি করছেন সদর উপজেলাধীন হাটিপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নজরুল ইসলাম। এতে হুমকিতে পড়েছে আশপাশের তিন ফসলি জমি।
Advertisement
সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের হাটিপাড়া মোড়ের পাশে ফসলি জমির উপর ডাইব্রেশন করে, ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে। ইউনিয়ন যুবদলের সভাপতি হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে প্রশাসনের অনুমতি ব্যতীত তিনি এ কাজ করছেন। মাটি পরিবহনে মাহেন্দ্র ট্রলি ব্যবহারের কারণে গ্রামীণ সড়ক হচ্ছে ক্ষতিগ্রস্থ।
নাম প্রকাশে অনিচ্ছুক পাশের জমির এক মালিক বলেন, নজরুল ইসলাম বিএনপির নেতা হওয়ায় তার সঙ্গে কথা বলতেই ভয় লাগে। সে যেভাবে মাটি কাটা শুরু করেছে তাতে আমার জমিতে ধ্বস নামবে । কিন্তু তাকে মাটি কাটতে নিষেধ করলেও শোনে না।
অবৈধভাবে মাটি কাটার বিষয়ে হাটিপারা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, বিগত সময় আওয়ামী লীগ সরকার থাকাকালীন আমার মাটি কাটার অনুমতি ছিলো কিন্তু কাটতে পারিনি। এখন সুযোগ এসেছে। এখন তো কাটবোই।
Advertisement
মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি মো. ফজলুল হক জাগো নিউজকে বলেন, দলীয় প্রভাব খাটিয়ে কেউ অবৈধ কাজ করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন জাগো নিউজকে বলেন, হাটিপাড়া ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পেয়ে তা বন্ধ করতে বলেছি। এরপরও যদি মাটি কাটে তাহলে ব্যবস্থা নেব।
মো. সজল আলী/এএইচ/জিকেএস
Advertisement