জাতীয়

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ আরও একজনের মৃত্যু

ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জন দগ্ধের মধ্যে সুমন (৩২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিউলি আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়।

Advertisement

রোববার (১৬ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে সুমন মারা যান।

আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান মৃত্যু নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৩টার দিকে শিউলি আক্তারের মৃত্যু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সুমনের মৃত্যু হয়। তার শরীরের ৯৯ শতাংশ দগ্ধ ছিল।

আরও পড়ুন:

Advertisement

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ এক নারীর মৃত্যুআশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১১

তিনি আরও জানান, অন্যদের মধ্যে, শারমিনের ৪২ শতাংশ, সোয়ায়েদের ২৭ শতাংশ, মনির হোসেনের ২০ শতাংশ, মাহাদীর ১০ শতাংশ, ছামিনের ১৪ শতাংশ, সোহেলের ১০ শতাংশ, সুরাইয়ার ৯ শতাংশ, সূর্য বানুর ৭ শতাংশ ও জহুরা বেগমের ৫ শতাংশ দগ্ধ হয়। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে শিশু ও নারীসহ ১১ জনকে জাতীয় বার্নে আনা হয়।

গত শুক্রবার রাত ৯টার দিকে ইয়ারপুর ইউনিয়নের গুমাইল এলাকার আমজাদ ব্যাপারীর দোতলা বাড়িতে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের দোতলায় দুই সন্তান নিয়ে বসবাস করেন পোশাক শ্রমিক সুমন। রাতে তার ভাই সোহেল পরিবার নিয়ে ওই বাড়িতে বেড়াতে আসেন। এ উপলক্ষে পিঠার আয়োজন করা হয়। পিঠা বানানোর সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে শিশু ও নারীসহ মোট ১১ জন দগ্ধ হন।

Advertisement

কাজী আল আমিন/এসএনআর/জেআইএম