জোকস

আজকের কৌতুক: পুরুষের স্বপ্নের রানি আসলে কে?

পুরুষের স্বপ্নের রানি আসলে কে?স্ত্রী তার স্বামীর ফোন চেক করে এবং কয়েকটি সন্দেহজনক নাম খুঁজে পেল। যেমন-আমার জীবন, আমার পাগলী, আমার স্বপ্নের রানি।

Advertisement

স্ত্রী তো রেগে আগুন। প্রথম নাম্বারটিতে ফোন করল। দেখল এটা তার শাশুড়ি। তারপর সে দ্বিতীয় নাম্বারটি কল করল। স্বামীর ছোট বোন জবাব দিল। যখন সে তৃতীয় নামটিতে কল করে দেখল তার নিজের ফোনটিতে রিং হচ্ছে তখন!

সে তার নির্দোষ স্বামীকে সন্দেহ করে আসছে বলে খুব মন কষ্ট পেলেন। চোখ গড়িয়ে জল পড়া পর্যন্ত থামলেন না, প্রিয় স্বামীর স্বপ্নের রানি, ড্রিম গার্ল। তারপর সিদ্ধান্ত নিল, বেচারা স্বামীর প্রতি এমন আচরণের জন্য তিনি তার এ মাসের বেতনের পুরো টাকাটা স্বামীর হাতে তুলে দেবে।

স্বামী টাকাটা গ্রহণ নিল এবং তার গার্লফ্রেন্ডকে একটি দামি উপহারও কিনে দিল, যার নাম ফোনে সেভ করা ছিল– ‘গদাই ভাই রাজমিস্ত্রি’ নামে।

Advertisement

****

নায়িকাকে টিভির চেয়ে রেডিওতে ভালো দেখায়!পরিচালক এক বড় মাপের নায়িকাকে নিয়ে কাজ করছেন। কিন্তু নায়িকার কথাবার্তাইয় তিনি খুবই অতিষ্ঠ। পরিচালক সেই নায়িকাকে বলছেন—পরিচালক: তুমি নাকি তোমার সহ নায়িকাকে কুৎসিত বলেছ?নায়িকা: কই? না তো!পরিচালক: তাহলে? কী এমন বলেছ তুমি যে সেই নায়িকা রেগে আগুন হয়ে গেল?নায়িকা: আমি শুধু বলেছি, তোমাকে টিভির চেয়ে রেডিওতে ভালো দেখায়!

****

বসের মেয়ের সঙ্গে প্রেমপল্টু অফিসে ঢুকতে দেরি করেছে। বস এরই মধ্যে কয়েকবার তাকে খোঁজ করেছেন। পল্টুকে না পেয়ে রেগে আগুন হয়ে আছেন তিনি। ছুটতে ছুটতে অফিসে ঢুকলো পল্টু—বস: এতক্ষণ কোথায় ছিলে?পল্টু: স্যার, গার্লফ্রেন্ডকে কলেজে পৌঁছে দিতে গিয়েছিলাম।বস: কাল থেকে সময়মতো অফিসে না এলে চাকরি নট!পল্টু: ঠিক আছে স্যার, কাল থেকে তাহলে আপনার মেয়েকে আপনিই কলেজে পোঁছে দেবেন।

Advertisement

কেএসকে/এমএস