বিনোদন

‘তার হাত ধরেই নিজের সিনেমা দেখতে হলে যাব’

অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে বাগেরহাট থেকে ঢাকায় এসেছিলেন রাজ রিপা। ‘দহন’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করে নির্মাতাদের নজরে আসেন তিনি। ‘মুক্তি’ সিনেমায় পেয়ে যান প্রধান চরিত্রে কাজের সুযোগ। যদিও ‘মুক্তি’র আগেই আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে রিপা অভিনীত নতুন সিনেমা ‘ময়না’। খেলোয়াড় থেকে তার অভিনেত্রী হওয়ার গল্পটা জেনে নেওয়ার এটাই মোক্ষম সময়।

Advertisement

জাগো নিউজ: কেমন আছেন, নিশ্চয়ই খুব রোমাঞ্চিত?রাজ রিপা: ঠিক ধরেছেন। ভালোবাসা দিবসে সিনেমা মুক্তি পাচ্ছে। চাট্টিখানি কথা নয়। এখন শুধু দোয়া দরকার সবার।

জাগো নিউজ: আপনার নতুন সিনেমার নাম ‘ময়না’। ময়না মেয়েটা আসলে কেমন? রাজ রিপা: সুবিধাবাদী, ধান্দাবাজ টাইপের মেয়ে। ভদ্রভাবে বলতে গেলে, বহুরূপী। সেরকম হওয়ার কারণও আছে। গ্রামের মেয়ে! সহজ-সরল ছিল। কিন্তু প্রথম দিকে সে এত ধোঁকা খায় যে, পরে আর সরল থাকে না। জীবনসংগ্রামে টিকে থাকতে তাকে একটু চালাক-চতুর হয়ে উঠতে হয়। ওপরে ওঠার সিড়ি হিসেবে একের পর এক পুরুষকে সে ব্যবহার করতে থাকে।

জাগো নিউজ: প্রচারণার জন্য খুব ছুটোছুটি করছেন দেখলাম। কী বলছে সবাই? রাজ রিপা: সবাই খুব সাহস দিচ্ছে, স্বগত জানাচ্ছে। এখন দর্শকদের অপেক্ষায় আছি। তারা কী করে সেটাই দেখার পালা। সোশ্যাল মিডিয়ায় বেশ কমেন্ট-পাল্টা কমেন্ট চলছে। সেসব দেখেই কেনো যেন খুব ভালো লাগছে। আমি আসলে কাজের জন্য আলোচনায় থাকতে চাই। কাজ ছাড়া কিছু মানুষ আলোচনায় থাকেন, ওসব আমি সত্যিই চাই না।

Advertisement

জাগো নিউজ: কিন্তু আপনি তো একবার কান্নাকাটি করেও ব্যাপক আলোচনায় চলে এসেছিলেন!রাজ রিপা: খেলার মাঠে কী হয়েছে, ছবির মাঠে সেটা টানবেন না প্লিজ। আমার প্রত্যাশিত একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, এখন এটা নিয়ে আমি খুশি। একটা স্পেশাল দিনে দর্শকদের কাছে ‘ময়না’ একটি স্পেশাল উপহার হবে, এটাই আমার আশা। সবাইকে অনুরোধ করছি, আমার প্রথম সিনেমাটা যেন হলে গিয়ে উপভোগ করেন সবাই।

জাগো নিউজ: আপনি খেলোয়াড় ছিলেন। অভিনেত্রী হতে এলেন কীভাবে? রাজ রিপা: ছোটবেলা থেকে আমার স্বপ ছিল অভিনেত্রী হওয়ার। কিন্তু বাবার স্বপ্ন ছিল খেলোয়াড় বানাবে আমাকে। ছোটবেলা থেকে বাবাকে দেখেছি স্পোর্টসম্যান হিসেবে। ব্যাডমিন্টন প্লেয়ার ছিলেন তিনি। সে কারণে আমিও ব্যাডমিন্টন খেলতাম। আব্বুর ইচ্ছে ছিল আমি খেলাটা চালিয়ে যাই, দেশ-বিদেশে খেলি। কিন্তু আমার যে নায়িকা হতে ইচ্ছে করতো! বাবার স্বপ্ন ভেঙে নিজের স্বপ্নের কাছে চলে এসেছি আমি। আশা করি বাবা মন খারাপ করবেন না।

জাগো নিউজ: ঢাকা এলেন আর সিনেমায় জায়গা পেয়ে গেলেন? রাজ রিপা: এত্ত সহজ! কত চড়াই-উৎরাই পেরোতে হয়েছে বিশ্বাস করবেন না!

জাগো নিউজ: ময়নার মতোন?রাজ রিপা: অতটা আবার না। প্রথম সিনেমার জন্য রাফি ভাইয়ের (চলচ্চিত্র পরিচালক রায়হান রাফি) কাছে অডিশন দিই। এর মধ্যে প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন থেকে অভিনয়ের কোর্স করি। তার মধ্যেও কত কিছু পাড়ি দিতে হয়েছে, সেসব না-ই বা বলি।

Advertisement

জাগো নিউজ: এমন এক সময়ে আপনার সিনেমা এলো, যখন হলে সিনেমাই চলছে না। হতাশ হয়ে যাবেন না তো? রাজ রিপা: মানুষ আসলে সিনেমা হলে আসতে চাইছে না কেনো যেন। ‘দরদ’ রিলিজ হলো, শাকিব ভাইয়ের সিনেমা, চলেনি। কিছু দিন আগে এলো ‘প্রিয় মালতি’। ছোটপর্দার স্টার মেহজাবীনের সিনেমা, সেটাও ভালো একটা সিনেমা ছিল। সেটাও চলেনি। কোনো কোনো দিন হলে তিন-চার জন লোকও ছিল না। আসলে এসব দেখে একটু হতাশ লাগে। এত বড় বড় স্টার, সিনিয়দের সিনেমা চালাতে কষ্ট হয়ে যায় হল মালিকদের, সেখানে আমি একজন জুনিয়র। কনফিডেন্স পাই না। আমার মনে হয় দেশের পরিস্থিতির কারণে মানুষ হলে যায় না।

আরও পড়ুন:

আর পুরস্কার না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন যে গীতিকবি রোজার ঈদে টিভিতে মুক্তি পাবে শাকিবের নতুন সিনেমা

জাগো নিউজ: তবু তো সিনেমা হচ্ছে। আপনারও একাধিক কাজ সামনে আছে, কী কী যেন সেগুলো? রাজ রিপা: ‘মুক্তি’ সিনেমাটা এ বছর হলে চলে আসবে। ‘মৃত্যুঞ্জয়ী ৭১’ নামে একটা সিনেমার জন্য নিজেকে তৈরি করছি। তাছাড়া বিদেশে একটা সিনেমার কথা চলছে।

জাগো নিউজ: ‘ময়না’ দেখতে হলে যাবেন কবে? কাকে নিয়ে যাবেন? ভালোবাসার দিনে নিশ্চয়ই ভালোবাসার মানুষকে নিয়ে … রাজ রিপা: ঠিক ধরেছেন, ভালোবাসা দিবসে বয়ফ্রেন্ডকে সিনেমা উপহার দেবো। তার হাত ধরেই সিনেমা হলে যাব নিজের সিনেমা দেখতে।

এমআই/এমএমএফ/আরএমডি/এমএস/এএসএম