কুমিল্লার দাউদকান্দিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ দুজন আহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় অভিযান চালিয়ে দুই নারীকে আটক করা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইলিয়াটগঞ্জ দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতরা হলেন উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন ও দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মহসীন হোসেন। আটকরা হলেন লক্ষ্মীপুর গ্রামের হাসানের স্ত্রী সেলিনা ও তার বোন সাথী।
Advertisement
সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলামের ভাষ্যমতে, দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বালু উত্তোলনকারীরা বাধা দেন। একপর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে হামলা করেন। এতে সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন ও দাউদকান্দি থানার এসআই মহসীন হোসেন আহত হন। পরে তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী জাগো নিউজকে জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলামের ওপর হামলার চেষ্টা চালান বালু উত্তোলনকারীরা। এসময় তাকে বাঁচাতে গেলে এসআই মহসীন হোসেন ও সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন আহত হন।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত দুই নারীকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।
জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস
Advertisement