খেলাধুলা

তিন মাস পর পূর্ণতা পেলো তাবিথের ন্যাশনাল টিমস কমিটি

গত বছর ২৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে নতুন নির্বাহী কমিটি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নভেম্বরের ৯ তারিখে নতুন কমিটির প্রথম সভায় ১১টি স্ট্যান্ডিং ও ১২টি অ্যাডহক কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছিল।

Advertisement

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নিজের হাতে রেখেছিলেন ইমার্জেন্সি কমিটি, ন্যাশনাল টিমস কমিটি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের পদ।

এরই মধ্যে অনেক কমিটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হলেও বাফুফে সভাপতির দুই কমিটি চলছিল এককভাবেই। অবশেষে দীর্ঘ ৩ মাস পর বাফুফে পূর্ণতা দিয়েছে সভাপতির নেতৃত্বাধীন ন্যাশনাল টিমস কমিটির।

কমিটি গঠন হয়েছে ১২ সদস্যের। ডেপুটি চেয়ারম্যান করা হয়েছে সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানকে, তিনি বসুন্ধরা কিংসের সভাপতি। কমিটির ১০ সদস্যের মধ্যে ৬ জনই নির্বাহী কমিটির সদস্য। তারা হলেন-ইকবাল হোসেন, আমিরুল ইসলাম বাবু, সত্যজিৎ দাস রুপু, ইমতিয়াজ হামিদ সবুজ, ছাইদ হাছান কানন, সাখাওয়াত হোসেন শাহিন। অন্য চারজন হলেন-আমের খান, শাহাদাৎ হোসেন, মনজুর আলম ও মুকিতুর রহমান।

Advertisement

আরআই/এমএমআর/জেআইএম