জার্মানিতে একদল মানুষের উপর চলন্ত গাড়ি উঠে পড়ায় অন্তত ২০ জন আহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মিউনিখ শহরের দাহাউয়ের স্ত্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জার্মানির এই শহরে মিউনিখ নিরাপত্তা সম্মেলন নামে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। বিশ্বের বহু দেশের প্রতিনিধির এই সম্মেলনে যোগ দেবেন। সম্মেলন ঘিরে যখন জোর প্রস্তুতি চলছে, ঠিক তার আগ মুহুর্তে এমন ঘটনা ঘটলো।
মিউনিখ নিরাপত্তা সম্মেলন স্থল থেকে মাত্র ১ দশমিক ৫ কিলোমিটার (১ মাইল) দূরে এই ঘটনাটি ঘটেছে। নিরাপত্তা সম্মেলন ও আগামী সপ্তাহে জার্মানির জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে আগেই নিরাপত্তা জোরদার করেছে দেশটির সরকার। জানা গেছে, ঘটনার পরই শহরের কেন্দ্রীয় ট্রেন স্টেশনের কাছে বড় পরিসরে পুলিশ অভিযান শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা এরই মধ্যে গাড়ির চালককে আটক করতে সক্ষম হয়েছে এবং তাকে আর ‘হুমকি’ বলে মনে করা হচ্ছে না। ঘটনাস্থলের বর্ণনা দিয়ে স্থানীয় একজন সাংবাদিক এক্সে এক পোস্টে লিখেছেন, একজন ব্যক্তি রাস্তায় পড়ে আছে ও একজন যুবককে পুলিশ ধরে নিয়ে গেছে। লোকেরা মাটিতে বসে আর্তনাদ করছে। স্থানীয় সংবাদমাধ্যমের মতে, চলন্ত গাড়িটি ভার্দি ইউনিয়ন নামে সংগঠনের আয়োজিত ধর্মঘটের সাথে সম্পৃক্ত একটি বিক্ষোভে অংশগ্রহণকারী লোকজনের ওপর উঠে গেছে বলে মনে হচ্ছে। তবে ওই ইউনিয়ন জানিয়েছে, তাদের কাছে এখন পর্যন্ত এই ঘটনার কোনো তথ্য নেই। সূত্র: বিবিসি
এসএএইচ
Advertisement