দেশজুড়ে

মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণের দায়ে ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

নাটোরে মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণ করায় প্রদীপ দত্ত নামের এক ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ( ১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সদরের মোকরামপুর এলাকার রিজিয়া কোল্ড স্টোরেজ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

Advertisement

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইসতিয়াক আহম্মেদ জানান, মোকরামপুর এলাকার রিজিয়া কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোল্ড স্টোরেজে মেয়াদোত্তীর্ণ ২৩ বস্তা খেজুর উদ্ধার করা হয়। এ সময় প্রদীপ দত্তকে এক লাখ টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে মেয়াদোত্তীর্ণ খেজুর ধ্বংস করা হয়।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর, কৃষি বিপণন কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

রেজাউল করিম রেজা/আরএইচ/জেআইএম

Advertisement