দেশজুড়ে

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুই বন্ধু নিহত

রাজবাড়ীর পাংশায় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে শুভ (১৮) ও নিলয় (২৪) না‌মে দুই মোটরসাইকে‌ল আরোহীর মৃত‌্যু হ‌য়ে‌ছে।

Advertisement

এ ঘটনায় রিফাত (১৭) না‌মে আরও এক মোটরসাইকে‌ল আরোহী আহত হন। তা‌কে পাংশা উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) লাঙ্গলবাধ আঞ্চলিক সড়‌কের রুপিয়াট মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. বিল্পব হোসেন জানান, শুভ তার দুই বন্ধুকে নিয়ে একটি মোটরসাইকেলে বৃত্তিডাঙ্গার দিকে যাচ্ছিলেন। রুপিয়াট মাদরাসার সামনে একটি ইজিবাইককে ওভার‌টেক কর‌তে গি‌য়ে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রাস্তার পা‌শের সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা লা‌গে তাদের মোটরসাইকে‌ল। এসময় তারা আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শুভ ও তার বন্ধু নিলয় মারা যান।

Advertisement

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আনোয়ারুল ইসলাম খান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত রিফাতের চিকিৎসা চলছে।

পাংশা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দীন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হ‌য়ে‌ছেন।

রুবেলুর রহমান/জেডএইচ/জিকেএস

Advertisement