একুশে বইমেলা

বইমেলায় কবি যোবায়ের শাওনের ‘রাষ্ট্র বনাম অ্যামিবা’

বইমেলায় প্রকাশিত হয়েছে কবি ও নির্মাতা যোবায়ের শাওনের ষষ্ঠ কবিতার বই রাষ্ট্র বনাম অ্যামিবা। বইটি খড়িমাটির স্টলে (৪৫-৪৬) এবং অনলাইনে পাওয়া যাবে।

Advertisement

রাষ্ট্র বনাম অ্যামিবা কবিতার বইটিতে কবিতা আছে ৩৬টি। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। মানুষ, প্রাণ ও প্রকৃতির সাথে রাষ্ট্র এবং তার বহুবিধ নিপীড়নের প্রাতিষ্ঠানিক কাঠামোসমূহের সম্পর্ক ও সম্পর্কহীনতার যে দ্বন্দ্ব বিরাজমান সেসব বিষয় নিয়েই কবিতাগুলোর নির্মাণ।

এ বিষয়ে যোবায়ের শাওন বলেন, ‘অ্যামিবা তো প্রাণের ধারক! আর প্রাণের নিয়ন্ত্রণ আকাঙ্ক্ষী হয়েই রাষ্ট্রের জন্ম। সে প্রাণ-প্রকৃতি-প্রতিবেশ নিয়ন্ত্রণ করতে চায়। নিজের বানানো নিয়মে পরিচালিত করতে চায়। ফলে কখনো সম্পর্ক তৈরি হয়, কখনো অনিবার্য সংঘাত। রাষ্ট্রের সাথে এই প্রাণের অনন্ত দ্বন্দ্ব চলতে থাকে। এমন দ্বন্দ্বের, এমন আজন্ম বৈপরীত্যের স্মারক হয়েই নির্মিত হয়েছে কবিতাগুলো।’

খড়িমাটি প্রকাশনীর কর্ণধার, কবি ও প্রকাশক মনিরুল মনির বলেন, ‘যোবায়ের শাওন তরুণ সম্ভাবনাময় কবি। এছাড়া আমি অতঃপর শব্দায়নের কথাও বলতে চাই। তিনিসহ বেশকিছু প্রতিভাবান তরুণ গত একযুগেরও বেশি সময় ধরে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি নিয়ে কাজ করছেন। আমি মনে করি, তার কবিতার মূল চরিত্র হলো কাল বা সময়। খড়িমাটি থেকে এটি তার দ্বিতীয় কবিতার বই। কবিতার বিষয়, ভাব ও ভাষা নিয়ে তার একটা নিজস্বতা তৈরি হয়েছে বলে আমার মনে হয়েছে।’

Advertisement

যোবায়ের শাওনের অন্য কবিতার বইগুলো হলো হেমলক হাতে বসে আছি [২০১৮, যুক্ত প্রকাশন], মৃত্যু আমাদের প্রতিবেশী [২০২০, খড়িমাটি প্রকাশনী], মালিকানা বিষয়ক ধারণার নবায়ন [২০২২, অনুভব প্রকাশনী] এবং নবান্ন প্রকাশনী থেকে প্রকাশিত ব্যক্তিগত পুলসিরাত [২০২৩] ও এক যোগ এক সমান এক [২০২৪]।

বিএ/জেআইএম