সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের ফটোসেশনটা খুব বড় হয়ে দেখা দিচ্ছে। আজ বুধবার ভর দুপুরে শেরে বাংলার ভেতরে অফিসিয়াল ফটোসেশন করেছে টিম বাংলাদেশ। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে আজই যে ছিল দেশের মাটিতে শেষ অনুশীলন, তা হয়তো অনেকেই জানেন না।
Advertisement
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঘরের মাঠে শেষ প্র্যাকটিস সেশন কাটলো টাইগারদের। ব্যক্তিগত পর্যায়ের প্র্যাকটিস করেছেন কেউ কেউ। তবে টিম প্র্যাকটিস বলতে যা বোঝায়, সেটা শুরু হয়েছিল বিপিএল শেষ হওয়ার ঠিক পরদিনই (৮ ফেব্রুয়ারি)।
দেশের মাটিতে ৫ দিনের একটা ছোট্ট অনুশীলন শেষে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার পালা নাজমুল হোসেন শান্ত বাহিনীর। ভারতের খেলাগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। তাই পাকিস্তানের পাশাপাশি খেলা চলবে আরব আমিরাতেও। প্রথম ম্যাচ যেহেতু দুবাইতে ভারতের বিপক্ষে, বাংলাদেশের প্রথম গন্তব্য দুবাই।
আগামীকাল বৃহস্পতিবার মধ্যরাতে দুবাই যাত্রা করবে টিম বাংলাদেশ। তাই কালকের দিনটি ব্যক্তিগত প্রস্তুতির জন্য থাকছে ক্রিকেটারদের।
Advertisement
মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জাগো নিউজকে জানিয়েছেন, বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ২টায় (ঘড়ির কাটায় তখন ১৪ ফেব্রুয়ারি) দুবাই যাত্রা শান্ত, মুশফিক, মাহমুদউল্লাহ, সৌম্য, মিরাজ, মোস্তাফিজদের। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটিও দুবাইতে। তারপর গ্রুপের অপর ২ খেলায় টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড আর স্বাগতিক পাকিস্তান। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে পরের দুটি ম্যাচ। ওই দুই ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে; যে শহরের এই মাঠেই কয়েক মাস আগে পাকিস্তানকে টেস্টে ধবলধোলাই করে এসেছে টাইগাররা। সেদিক থেকে রাওয়ালপিন্ডিকে পয়োমন্ত শহর বলাই যায়। দেখা যাক, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা থাকে কিনা!
এআরবি/এমএমআর/জিকেএস