ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর একাধিকবার ভাঙনের মুখে পড়ে তার দল এলআরবি। একপর্যায়ে বন্ধ হয়ে যায় দলটির কার্যক্রম। এরই মধ্যে দলের ড্রামার গোলাম রহমান রোমেল নতুন ব্যান্ড করছেন। নাম ‘রোমেল অ্যান্ড ফ্রেন্ডস’।
Advertisement
রোমেল অ্যান্ড ফ্রেন্ডস এর সদস্যরা হলেন রোমেল (ভোকাল), জুলিয়াস রাসেল (লিড গিটার), অভ্র রনি (সেকেন্ড লিড গিটার), রাশফি (বেজ গিটার), ফারাবি (ড্রামস অ্যান্ড ম্যানেজমেন্ট)। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, নতুন গান তৈরি করছেন তারা। ঈদুল ফিতরে গান অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে।
রোমেল বলেন, ‘বসের গানগুলো নিয়ে আমরা নিয়মিত প্র্যাকটিস করছিলাম। একদিন মনে হলো, আমরা এখন স্টেজে পারফর্ম করতে প্রস্তুত। তারপরই দল গঠন করি। এটা বসের প্রতি আমাদের এক রকম শ্রদ্ধা ও ভালোবাসা।’
আরও পড়ুন শিল্পী নেই, বন্যার্তদের পাশে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন অনবদ্য এক জুটি হয়ে রইবেন আইয়ুব বাচ্চু-জুয়েল প্রকাশ হচ্ছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান১৯৯১ সালে সোলস ছেড়ে এলআরবি প্রতিষ্ঠা করেন আইয়ুব বাচ্চু। দলের প্রথম লাইন-আপে ছিলেন স্বপন, টুটুল, জয়। প্রথমবার এলআরবি ছাড়েন জয়। তার জায়গায় যোগ দেন মিল্টন আকবর। বছরখানেক বাজিয়ে মিল্টনও দল ছাড়েন। এ সময় ড্রামসে আসেন রিয়াদ।
Advertisement
রোমেল অ্যান্ড ফ্রেন্ডস ব্যান্ডের পোস্টার। ছবি : ফেসবুক থেকে
২০০৩ সালে ব্যান্ড ছাড়েন রিয়াদ ও এসআই টুটুল। কিবোর্ডিস্ট টুটুল দল ছাড়ার পর দলে আর কোনো কিবোর্ডিস্ট নেওয়া হয়নি এলআরবিতে। মাঝে অতিথি হিসেবে দলের সঙ্গে বাজাতেন আরিফ শিশির ও সুমন।
২০১৮ সালের ১৮ অক্টোবর আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর এলআরবি থমকে যায়। দীর্ঘ সময় কোনো শোতে অংশ নেয়নি দলটি। একসময় আইয়ুব বাচ্চুর ছেলে তাজওয়ার আইয়ুব মঞ্চে উঠলে অনেকেই ভেবেছিলেন, দলের হাল ধরতে যাচ্ছেন তিনি। কিন্তু সে আশার গুড়েও বালি! বিদেশে পড়তে চলে যান তাজওয়ার।
ভোকাল হিসেবে পরে এলআরবিতে যুক্ত হন কণ্ঠশিল্পী বালাম। নানা নাটকীয়তার পর তাকেও আর এলআরবির সঙ্গে গাইতে দেখা যায়নি। এর পর এলআরবি দুভাগে বিভক্ত হয়ে যায়। স্বপন-রোমেল ও মাসুদ-শামীম বিতর্কের মাঝে মাসুদ ও শামীম এলআরবি ছাড়েন।
Advertisement
এমআই/আরএমডি/জিকেএস