একুশে বইমেলা

বইমেলায় সাংবাদিক জহিরুলের কিশোর ভৌতিক

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক জহিরুল ইসলামের কিশোর ভৌতিক ‘তিন বন্ধু ও অজানা রহস্য’। বইটি প্রকাশ করেছে টাঙ্গন প্রকাশনী। সোহরাওয়ার্দী উদ্যানে টাঙ্গনের স্টলসহ মোট দুটি স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এ ছাড়া রংপুর, খুলনা ও মানিকগঞ্জ বইমেলায় টাঙ্গনের স্টলে মিলছে বইটি।

Advertisement

কিশোর ভৌতিক ‘তিন বন্ধু ও অজানা রহস্য’ বইটি তিন কিশোরকে নিয়ে। যারা অজানাকে জানার আগ্রহ নিয়ে চলতে পছন্দ করে। বের করে আনে নানা ধরনের ভৌতিক কল্প-কাহিনির পেছনের গল্প। সেখান থেকে সত্য-মিথ্যার পার্থক্য করা, মানুষকে ভালোবাসা, লোভ পরিত্যাগ করাসহ জীবন গঠনে তারা নেন অনেক শিক্ষা। বইটি কিশোরদের যেমন রহস্যভেদে আগ্রহী করে তুলবে; তেমনই বড়দের ফিরিয়ে নিয়ে যাবে কিশোর বয়সে।

আরও পড়ুন রকিবুল ইসলাম মুকুলের সায়েন্স ফ্যান্টাসি ‘নীল কুয়াশায়’  কমলেশ রায়ের রম্যগল্পের বই ‘শাপে বর’ 

লেখক জহিরুল ইসলাম বলেন, ‘রহস্যভেদে উজ্জীবিত তিন কিশোরকে নিয়ে চারটি গল্প আছে এতে। গল্পের তুহিন, বাদল আর রায়হানরা ছুটে চলে কুমিল্লার শহর থেকে গ্রামে। উন্মোচন করে রহস্য। যে রহস্যের ঘোরে ছিল স্থানীয়রা, তা উন্মোচন করে ভয় যেমন দূর করেছেন আবার নিজেরাও ডুবেছেন ভয়ের অন্ধকারে। রহস্য উন্মোচনে গিয়ে তারা নিজেদের সমৃদ্ধ করে নানা ভাবে।’

বইটি সোহরাওয়ার্দী উদ্যানে টাঙ্গনের ৯ নম্বর স্টল, বাংলা একাডেমি প্রাঙ্গণে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৯৬২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। প্রদর্শনীর জন্য রাখা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৯৯২ নম্বর স্টলে। এ ছাড়া রকমারি ডটকমসহ বিভিন্ন অনলাইন বুকশপেও পাওয়া যাবে।

Advertisement

এসইউ/জিকেএস