অমর একুশে বইমেলায় আসছে কথাসাহিত্যিক মুহম্মদ নিজামের নতুন উপন্যাস ‘রক্ত শ্বাপদ প্রেম’। বইটি প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান বায়ান্ন। প্রচ্ছদ করেছেন জাওয়াদ উল আলম।
Advertisement
অনলাইন বুকশপ ছাড়াও বইটি পাওয়া যাবে বায়ান্ন প্রকাশনীর ৭৫৬ নম্বর স্টলে। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২৫২ টাকা।
আরও পড়ুন বইমেলায় শফিক হাসানের ভ্রমণগ্রন্থ ‘দেখি বাংলার মুখ’ ফাহমিদা ফারুকের রোমান্টিক উপন্যাস ‘ক্লাউড নাইন’বইটি সম্পর্কে জানতে চাইলে মুহম্মদ নিজাম বলেন, ‘রক্ত শ্বাপদ প্রেম মূলত চব্বিশের গল্প। এই গল্প এক লোমহর্ষক খুনের। প্রদীপের নিচে ঘনিয়ে থাকা অন্ধকারের। আর এজন্যই গল্পটির সাবলাইনে বলা হয়েছে ‘ঢাকা ডেস্টোপিয়া ২০২৪’।
মুহম্মদ নিজাম এমফিল গবেষণা এবং শিক্ষকতার সঙ্গে যুক্ত। ২০২৪ সালে উপন্যাস ‘নর্তকী ও পুঁজিপতি শাসিত এই ব্রোথেল পৃথিবীতে’ প্রকাশিত হয়।
Advertisement
এসইউ/এএসএম