অমর একুশে বইমেলায় গত ১১ দিনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার স্টল থেকে ৭২০ জন আইনগত পরামর্শ ও তথ্য সেবা নিয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Advertisement
এতে বলা হয়, আইনগত পরামর্শ ও তথ্য সেবা প্রদান কার্যক্রম এবার অমর একুশে বইমেলায় নতুন মাত্রা যোগ করেছে। এ সেবা গ্রহণে মেলায় আগত বিপুল সংখ্যক পাঠক ও দর্শনার্থী প্রতিদিনই মেলার ১০৮৯ ও ১০৯০ নম্বর স্টলে উপস্থিত হচ্ছেন। সংস্থার তথ্য অনুযায়ী, গত ১ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ১১ দিনে ৭২০ জন একুশে বই মেলা থেকে আইনগত পরামর্শ ও তথ্য সেবা গ্রহণ করেছেন।
একুশে বইমেলায় এ বছর প্রথমবারের মতো বিনামূল্যে আইনগত পরামর্শ ও তথ্য সেবা কার্যক্রম চালু করেছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা।
এ সেবা প্রদানের জন্য সংস্থাটি এবার বইমেলার ১০৮৯ ও ১০৯০ নম্বর স্টল বরাদ্দ নিয়েছে। এ দুটি স্টল থেকে ছুটির দিনগুলোতে বেলা ১১টা থেকে রাত ৯টা এবং অন্যান্য দিনে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিনামূল্যে আইনি পরামর্শ ও তথ্য সেবা প্রদান করছেন লিগ্যাল এইড অফিসাররা।
Advertisement
সংস্থার পরিচালক (সিনিয়র জেলা জজ) মোহাম্মদ আল মামুন জানিয়েছেন, মাসব্যাপী আয়োজিত একুশে বইমেলায় আগত বিপুল সংখ্যক পাঠক ও দর্শনার্থীর মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিদিনই একজন করে জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) ও একজন করে লিগ্যাল এইড প্যানেল আইনজীবী মেলায় উপস্থিত থেকে স্টলে আগত দর্শনার্থীদের বিভিন্ন আইনগত পরামর্শ ও তথ্য দিচ্ছেন।
আরও পড়ুন বন্ধ থাকবে সব্যসাচীর স্টল, তসলিমার বই রাখায় হবে মামলা বইমেলায় হট্টগোলের ঘটনায় তদন্ত কমিটিএছাড়া সরকারি আইনগত সহায়তা (লিগ্যাল এইড) প্রদান কার্যক্রম সংক্রান্ত তথ্য প্রচার ও প্রচারণার উদ্দেশ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার স্টল থেকে সংস্থা কর্তৃক প্রকাশিত পোস্টার, স্টিকার, প্যামফ্লেট, বহুল জিজ্ঞাসিত প্রশ্ন, লিফলেট, ব্রুশিয়ার ও অন্যান্য প্রকাশনা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
পাশাপাশি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক প্রকাশিত বাংলাদেশ কোড এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত আইন বিষয়ক জার্নাল ও গুরুত্বপূর্ণ প্রকাশনা প্রদর্শন করা হচ্ছে স্টলে।
আরএমএম/ইএ/জিকেএস
Advertisement