প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বুলুশি।
Advertisement
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এ বিদায়ী সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আল-বুলুশি প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনার নেতৃত্বে বাংলাদেশ-ওমান সম্পর্ক আরও শক্তিশালী হবে।
অধ্যাপক ড. ইউনূস বাংলাদেশে তার সফল দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান। আল-বুলুশি ঢাকায় নিযুক্ত প্রথম ওমানি রাষ্ট্রদূত।
আরও পড়ুন দুদিনের সফরে আমিরাত যাচ্ছেন প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টাপ্রধান উপদেষ্টা তাকে বাংলাদেশের বন্ধু হিসেবে অভিহিত করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আল-বুলুশি।
Advertisement
এসময় রাষ্ট্রদূত জানান, বর্তমানে প্রায় ৭ লাখ বাংলাদেশি ওমানে কর্মরত রয়েছেন। উপসাগরীয় এ দেশে জ্বালানি খাতে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে।
প্রধান উপদেষ্টা ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় ভিসা চালুর আহ্বান জানান। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য ও জ্বালানি খাতে সম্পর্ক সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।
এমইউ/কেএসআর/জিকেএস
Advertisement