অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক পরাগ ওয়াহিদের সমকালীন উপন্যাস ‘একজোড়া বিড়াল’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ভূমিপ্রকাশ।
Advertisement
বইটির প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। বইটি বইমেলার ৬০৫-৬০৬ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত বইটিতে উমেশদত্ত রোডের ক্ষণিকালয় নামে এক বাড়ির গল্প উঠে এসেছে। পাশাপাশি এসেছে জয়নাগ রোডে অবস্থানরত লেখকের দৃষ্টিকোণ থেকে কিছু কথা। রয়েছে কমলদাহ রোড থেকে উদ্ধারকৃত একজোড়া বিড়ালের গল্প।
আরও পড়ুনরকিবুল ইসলাম মুকুলের সায়েন্স ফ্যান্টাসি ‘নীল কুয়াশায়’কমলেশ রায়ের রম্যগল্পের বই ‘শাপে বর’ক্ষণিকালয়ের নবদম্পতির ঝগড়া শেষমেশ কোন দিকে মোড় নেবে? লেখক কি জুলাই আন্দোলনে যোগ না দিয়ে তার বাড়িতে পালিয়ে যাবেন? নাজিরা বাজারের কালা বাবুর্চি কি সত্যিই পাকিস্তানি জিনের সঙ্গে কথা বলে? বিপ্লব নামের ছেলেটি কি শেষ পর্যন্ত শাঁখারি বাজারে পৌঁছাতে পেরেছিল? কী হয়েছিল ৫ আগস্ট সকালবেলা?
Advertisement
‘একজোড়া বিড়াল’ উপন্যাসে একে একে পাওয়া যাবে সব প্রশ্নের উত্তর। ফলে বইটি পাঠকের জিজ্ঞাসা-তৃষ্ণা মেটাবে বলে বিশ্বাস লেখকের।
এসইউ/জেআইএম