অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে তরুণ গল্পকার সবনাজ মোস্তারী স্মৃতির গল্পগ্রন্থ ‘কান্না রঙের মুহূর্ত’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান দূরবীণ।
Advertisement
বইটির প্রচ্ছদ করেছেন প্রচ্ছদশিল্পী শামীম আরেফীন। বইটির মুদ্রিত মূল্য ৩৩৩ টাকা হলেও বইমেলায় পাওয়া যাচ্ছে ২৫০ টাকায়।
আরও পড়ুন
রকিবুল ইসলাম মুকুলের সায়েন্স ফ্যান্টাসি ‘নীল কুয়াশায়’ কমলেশ রায়ের রম্যগল্পের বই ‘শাপে বর’বইটি বইমেলায় কিংবদন্তী পাবলিকেশনের ৭৫-৭৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এ ছাড়া অনলাইন বুকশপেও পাওয়া যাবে। এর আগে ভৌতিক উপন্যাস ‘হিমাদ্রী’ এবং কবিতার বই ‘বসন্তের পরিবর্তে শ্রাবণ এলো’ প্রকাশিত হয়।
Advertisement
সবনাজ মোস্তারী স্মৃতি ছোটবেলা থেকেই লেখালেখি করেন। পেশা সাংবাদিকতা। পত্রিকায় প্রথম লেখা প্রকাশ হয় ২০১৮ সালে। ‘কান্না রঙের মুহূর্ত’ লেখকের তৃতীয় বই।
এসইউ/এমএস