একুশে বইমেলা

বইমেলায় গাজী আজিজুর রহমানের নতুন বই

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে কথাসাহিত্যিক গাজী আজিজুর রহমানের ‘বাংলা ও বাঙালিয়ানা’। বইটি প্রকাশ করেছে কালিকলম প্রকাশনা। পরিবেশক প্রকাশনা প্রতিষ্ঠান সরবৃত্ত।

Advertisement

বইটির প্রচ্ছদ করেছেন উত্তম সেন। পাওয়া যাচ্ছে বইমেলার ৩৮১-৩৮২ নম্বর স্টলে। বইয়ের গায়ের দাম ৩০০ টাকা। বিক্রয় মূল্য ২২৫ টাকা।

লেখক জানান, বাংলাকে জানবো, বাঙালিকে জানবো, বাঙালিয়ানাকে মানবো। তারপর বিশ্ব ও বিশ্ববাসীকে জানবো-এটাই আধুনিকমনস্ক বাঙালির ধর্ম ও সংস্কৃতির শর্ত। এই জানা অবশ্যই হতে হবে ইতিহাস-ভূগোল, নৃ-তত্ত্ব ও ভাষাতাত্ত্বিক জ্ঞানমাহাত্ম্যে। জানবো কল্পনা ও কবির দৃষ্টিতে না জেনে যুক্তির আলোকে, তত্ত্ব-তথ্য-উপাত্তযোগে। ভালোবাসায় সিক্ত হয়ে।

আরও পড়ুন

Advertisement

বইমেলায় শফিক হাসানের ভ্রমণগ্রন্থ ‘দেখি বাংলার মুখ’ ফাহমিদা ফারুকের রোমান্টিক উপন্যাস ‘ক্লাউড নাইন’

বাঙালিয়ানাই বাঙালি জাতিসত্তার পরিচায়ক। আমরা যে বাঙালি, বাংলা যে আমাদের দেশ, বাংলা যে আমাদের ভাষা, বাঙালিয়ানা যে আমাদের সংস্কৃতি এই বিশ্বাস ছাড়া বাঙালি শুদ্ধ বাঙালি নয়। শুদ্ধ বাঙালি হলেই বাংলা-বাঙালি-বাঙালিয়ানা বাংলা ভাষা হয়ে উঠবে আমাদের চিন্ময় ও মৃন্ময় সত্তা।

শাশ্বত বাঙালি, আধুনিক বাঙালি, অহিংস-অসাম্প্রদায়িক ও মানবিক বাঙালি হতে হলে বাঙালি জাতি ও সংস্কৃতির অনুশীলনেই হতে হবে। ‘বাংলা ও বাঙালিয়ানা’ বইতে সেই বাঙালির রূপ-রস-সৌন্দর্য, ঐতিহ্য ও সংস্কৃতির সন্ধান মিলবে।

এসইউ/এমএস

Advertisement