ফরিদপুর শহরের একটি ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে চারতলা থেকে পড়ে জাহিদুর রহমান ওহিদ (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
Advertisement
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৮টার দিকে শহরের ঝিলটুলী এলাকার ওয়াটার লিলি নামের ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুর রহমান সদর উপজেলার বিলমামুদপুর এলাকার মোমরেজ শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদুর রহমান ঝিলটুলী এলাকার একটি চারতলা ভবনে বিদ্যুতের কাজ করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত ভবন থেকে পড়ে যান। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদপুর কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল বলেন, এ বিষয়ে ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
Advertisement
এন কে বি নয়ন/এফএ/এমএস