দেশজুড়ে

আশ্বাসে তত্ত্বাবধায়কের কার্যালয় খুলে দিলেন শিক্ষার্থীরা

একদিন তালাবদ্ধ রাখার পর ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক কার্যালয়ের তালা খুলে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হাসপাতাল প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে টানা এক ঘণ্টার বৈঠক শেষে তারা এই তালা খুলে দেন।

Advertisement

এর আগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে হাসপাতাল ঘেরাও করে তত্ত্বাবধায়ক কার্যালয়ে তালা দিয়েছিলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এসময় ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী, সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনীর আলী আকন্দ, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবু জার গাফফার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক ফজলে রাব্বি ও রাফিসহ শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক ফজলে রাব্বি বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলের এমপি-মন্ত্রীরা নওগাঁ জেনারেল হাসপাতালকে কেন্দ্র করে কোটি কোটি টাকা লুটপাট করেছে। পুরো হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার কাঠামো নষ্ট করে দেওয়া হয়েছে। পরিবর্তিত প্রেক্ষাপটের পর সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছিলাম। এরপরও নানান অজুহাতে হাসপাতাল প্রশাসন বিষয়টি কালক্ষেপণ করেছে। এর মধ্যে আবার তারা হীরক জয়ন্তী উদযাপনে ব্যস্ত। তাই জোরালো প্রতিবাদের অংশ হিসেবে তত্ত্বাবধায়ক কার্যালয় তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল।

Advertisement

তিনি বলেন, তালাবদ্ধ রাখার একদিনের মধ্যেই বেশ কিছু সমস্যা সমাধানে এরইমধ্যে কাজ শুরু করেছে হাসপাতাল প্রশাসন। পর্যায়ক্রমে দ্রুততার সঙ্গে সব সমস্যা সমাধান করবেন এমনটি আশ্বাস দিয়েছেন তত্ত্বাবধায়ক ও আরএমও। তাদের আশ্বাসে এবং রোগীদের স্বার্থ বিবেচনায় তত্ত্বাবধায়ক কার্যালয়টি আবারো খুলে দেওয়া হয়েছে। যদি এরপরও সমস্যাগুলোর সমাধান না হয়, আগামীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আরমান হোসেন রুমন/এফএ/এএসএম