রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। এতে আরবি বিভাগের শিক্ষার্থী ফয়সাল কবিরকে সভাপতি ও বাংলা বিভাগের শিক্ষার্থী মোছা. লতা আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
Advertisement
মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মো. মিজানুর রহমান কিরণ এবং ইয়ুথনেটের ম্যানেজার মনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে কমিটি প্রকাশ করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সুমন চন্দ্র ও মো. আলফাজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রসেনজিৎ টিগ্গা, অর্থ সম্পাদক মো. আজহার, সাংগঠনিক সম্পাদক জান্নাত আরা নওশিন, দফতর সম্পাদক শাহীন আলম, পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি সম্পাদক লিটন আলি, ছাত্রকল্যাণ সম্পাদক আতিয়া ফেরদৌস, সক্ষমতা উন্নয়ন সম্পাদক তাওহিদুল ইসলাম, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্পাদক বৃষ্টি মৈত্র, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক খালেদ হাসান, তথ্যপ্রযুক্তি সম্পাদক ফজলে রাব্বী পরশ, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা সম্পাদক মনিরা আক্তার সুমা।
এছাড়া গবেষণা ও উন্নয়ন সম্পাদক সাহিব বিল্লাহ, অ্যাক্সেসিবিলিটি বিষয়ক সম্পাদক জুবায়ের আহসান, নারী ক্ষমতায়ন সম্পাদক মাসুমা আক্তার মুমু, ক্রীড়া সম্পাদক মো. রাজু আহমেদ, কমিউনিকেশন সম্পাদক কানিজ ফাতিমা বিন্তি এবং প্রোগ্রাম ব্যবস্থাপনা সম্পাদক আরমান হোসেন।
Advertisement
প্রতিবন্ধী শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ২০০৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পিডিএফ প্রতিষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় ২০১০ সালে রাবিতে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি। এছাড়াও বিভিন্ন ক্যাম্পাসে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
মনির হোসেন মাহিন/এফএ/এমএস